টলিউড অভিনেতা ও সংসদ সদস্য দেবের বিরুদ্ধে অভিযোগ এনেছেন এক তরুণী। চন্দ্রিনী চট্টোপাধ্যায় নামের ওই তরুণীর দাবি, প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যমের এ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
সামাজিক মাধ্যমে সাহায্য চেয়ে হুগলির বাসিন্দা চন্দ্রিনী জানিয়েছিলেন তার স্বাস্থ্য সাথী কার্ড থাকা স্বত্বেও সেবা পাচ্ছেন না। এদিকে তার বাবা গুরুতর অসুস্থ। তার চিকিৎসার জন্য চাইলেও এই কার্ড ব্যবহার করতে পারছেন না। কোনও বেসরকারি হাসপাতাল এই কার্ড গ্রহণ করছে না বলেই তিনি দাবি করেন।
তার ওই পোস্টে এক অনুরাগী দেবকে মেনশন করলে সাড়া দেন অভিনেতা। তৃণমূলের এই সংসদ সদস্য চন্দ্রিনী চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানান। এরপর দেবের হয়ে এক ব্যক্তি যোগাযোগ করেন চন্দ্রিনীর সঙ্গে। কিন্তু তার বাবা সরকারি হাসপাতালে ভর্তি আছে শুনে তিনি আর যোগাযোগ করেননি। এমনকি দেবের পক্ষ থেকে কোন সাহায্যও আসেনি বলে দাবি করেন চন্দ্রিনী।
এতে চন্দ্রিনীর ভোগান্তি আরও বেড়েছে। কেননা বিভিন্ন জায়গা থেকে তিনি অল্প বিস্তর সাহায্য পাচ্ছিলেন। কিন্তু দেব সাহায্যের আশ্বাস দেওয়াও সেসব জায়গা থেকেও সাহায্য আসা বন্ধ হয়ে গেছে। এতে অসুস্থ বাবাকে নিয়ে তার বিপদ আরও বেড়েছে বলে জানান চন্দ্রিনী।