নির্মাতা হিসেবে সত্যজিৎ রায় নাম লিখিয়েছিলেন ‘পথের পাঁচালী’ সিনেমার মাধ্যমে। প্রথম নির্মাণেই নিজেকে প্রমাণ করেছিলেন তিনি। চলচ্চিত্রটি আজও বাংলা সিনেমাপ্রেমীদের প্রিয় ছবির তালিকায় রয়েছে। এবার ‘পথের পাঁচালী’ পেল ১০০ বছরের সেরা সিনেমার সম্মান।
সম্প্রতি ১০০ বছর সেরা চলচ্চিত্রের একটি তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। এতে স্থান পেয়েছে ১৯২০ থেকে ২০১০ সালের মধ্যেকার বাছাইকৃত ছবিগুলো। এরমধ্যেই রয়েছে সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
টাইম ম্যাগাজিনের এ তালিকায় ১৯২০-র ‘দ্য ক্যাবিনেট অফ ডক্টর ক্যালিগারি’ থেকে ২০১৯-এর ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ ছবিগুলোঅন্তর্ভুক্ত করা হয়েছে। ‘বাইসাইকেল থিফ’, ‘ব্রেথলেস’, ‘গন উইথ দ্য উইন্ড’, ‘সেভেন সামুরাই’, ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘দ্য গডফাদার পার্ট ২’- এর মতো ক্লাসিক চলচ্চিত্রও তালিকায় জায়গা পেয়েছে।
আবার এ তালিকায় ‘ইটি দ্য এক্সট্রা-টেরেস্ট্রিয়াল’ এবং ‘দ্য এম্পায়ার স্ট্রাইকস ব্যাক’-এর মতো ব্লকবাস্টার চলচ্চিত্রও আছে। তালিকায় রয়েছে ‘ওয়ান্স আপন এ টাইম ইন হলিউড’ এবং গ্রেটা গারউইগের ‘লিটল উইমেন’।
‘পথের পাঁচালী’ নির্মিত হয়েছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত বাংলা উপন্যাস অবলম্বনে। ছবিটি মুক্তি পায় ১৯৫৫ সালে। এ ছবির মাধ্যমেই আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত পায় ভারতীয় চলচ্চিত্র। এবার ১০০ সেরা চলচ্চিত্রের তালিকায় একমাত্র ভারতীয় ছবি হিসেবে জায়গা পেল সত্যজিতের রায়ের বিখ্যাত এ নির্মাণ।