আহমেদাবাদে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা রয়েছে ভারত ও পাকিস্তানের। সূচি অনুযায়ী ম্যাচটি অক্টোবরের ১৫ তারিখে হওয়ার কথা থাকলেও এখন তার পরিবর্তন আনতে চায় বিসিসিআই। কারণ, ১৫ অক্টোবর ভারতে ‘নবরাত্রি’র প্রথম দিন। এদিনে বিশেষ করে গুজরাটে রাতব্যাপী ধর্মীয় উৎসব পালন করা হয়।
এসব গুঞ্জনের মধ্যেই এবার জানানো হল, বিশ্বকাপের সূচিতে পরিবর্তন আসতে পারে। দিল্লিতে বৃহস্পতিবার (২৭ জুলাই) বিসিসিআইয়ের সভার পর সাংবাদিকদের ভারতীয় বোর্ডের সচিব বলেন, ‘বিশ্বকাপ সূচিতে কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। কয়েকটি পূর্ণ সদস্য দেশ সূচিতে দুই বা তিনটি তারিখে পরিবর্তন করার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে। আমরা আইসিসির সঙ্গে কাজ করছি, দুই বা তিন দিনের মধ্যে বিষয়টি পরিষ্কার করতে সক্ষম হব।’
এদিকে, ভারত-পাকিস্তান ম্যাচের সূচি নিয়ে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন জয় শাহ। বিসিসিআই-এর সচিব বলেন, ‘নিরাপত্তা নিয়ে যদি কোনো সমস্যা থাকত, তাহলে ম্যাচটি সেখানে (আহমেদাবাদে) দেয়া হলো কেন। অক্টোবর ১৪-১৫ কোনো সমস্যা না। লজিস্টিক চ্যালেঞ্জের কথা জানিয়ে দুই বা তিনটি বোর্ড সূচিতে পরিবর্তন করতে লিখিতভাবে বলেছে। কিছু দলের ম্যাচ আছে যেখানে মাত্র দুই দিনের গ্যাপ, তাই একটি ম্যাচ খেলে পরের দিন ভ্রমণ করে কঠিন হবে।’ তবে ভেন্যুতে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন জয় শাহ। আহমেদাবাদে আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে ওয়ানডের বিশ্বকাপের ১৩তম আসর।