আন্তর্জাতিক ক্রিকেট থেকে ৬ জুলাই অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। এরপর যেন দেশের ক্রিকেটে ঝড় নেমে আসে। তবে সেই উথাল-পাথাল সমাধান হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে। পরদিন অবসরের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান এই দেশসেরা ওপেনার। তবে ঠিক কি কারণে তামিম অবসর নিয়েছিলেন তা এখনো স্পষ্ট হয়নি। আপাতত দেড় মাসের ছুটিতে রয়েছেন টাইগার ওয়ানডে অধিনায়ক। দেশসেরা ওপেনার ছুটিতে থাকলেও তাকে নিয়ে আলোচনা শেষ হচ্ছে না।
নিজের অবসরের সিদ্ধান্ত তামিম যখন প্রত্যাহার করেন তখন মাশরাফি বিন মুর্তজাকে বিশ্বকাপে বাংলাদেশ দলের মেন্টর হিসেবে চেয়েছিলেন তিনি। ওয়ানডে অধিনায়কের এমন চাওয়ার পর থেকেই আলোচনায় বিশ্বকাপে কি তবে টাইগার দলের সঙ্গে যাচ্ছেন বাংলাদেশের সফলতম অধিনায়ক।
আজ বিশ্বকাপে বাংলাদেশের দলের মেন্টর হওয়া নিয়ে মুখ খুলেছেন মাশরাফি। বুধবার বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার কোনো মাইন্ড সেট-আপ নেই (মেন্টর হওয়ার)। আমি আগেও বলেছি, আমার এরকম কোনো মাইন্ড সেট-আপ নেই। আপনারা যে প্রশ্ন করছেন, এই প্রশ্নের উত্তরও নেই আমার কাছে। তো আমি কোনো কিছু জানি না। আমার বর্তমানে কী কাজ সেইটা শুধু জানি। কালকে যেটা কাজ আসবে, সেটা করব। পরশু দিনের কথা বলা বা কালকের চিন্তা করার এখন আমার সময় নেই। ’
‘মেন্টরে কী লাভ হয়? আমাকে একটু বলতে পারবেন? আমি জানি না, ও (তামিম) কেন চাচ্ছে! মেন্টর জিনিসটা তো… অন্য জিনিস। মেন্টরের কাজটা কী আমি জানি না। (দলের প্রয়োজন) সেরকম পরিস্থিতি এলে, সেরকম হলে তখন বলা যাবে। এখন এই মুহূর্তে আমাকে প্রশ্ন করলে, এর উত্তর নেই। এখানে আমি কী উত্তর দেব? যদি সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয় ভবিষ্যতে, সেরকম কিছু হয়, তখন আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু বলা যাবে। এই মুহূর্তে আমি তো ওরকম কিছু দেখি না। ’
বাংলাদেশের ক্রিকেটে নয়া জাগরণ এসেছিল মাশরাফির নেতৃত্বেই। ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে দলকে নিয়ে গিয়েছিলেন তিনি। আসন্ন ভারত বিশ্বকাপে ম্যাশ দলের সঙ্গে থাকলে তা টাইগার ক্রিকেটের জন্য অনুপ্রেরণা হতে পারে তা নিঃসন্দেহে বলা যায়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বিসিবি থেকেই, যা হয়তো আর মাস খানেকের মধ্যেই নির্ধারণ হবে।