দীর্ঘদিন পর প্রকাশ্য রাজনীতিতে সরব হওয়া জামায়াতে ইসলামী ঢাকায় সমাবেশ ডেকেছে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন, দলের আমিরসহ নেতাকর্মীদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে আগামী ১ আগস্ট রাজধানীতে সমাবেশ করতে চায় দলটি। একই সঙ্গে ২৮ জুলাই ঢাকাসহ সব বিভাগীয় শহরে এবং ৩০ জুলাই জেলা সদরে বিক্ষোভ মিছিল করবে জামায়াত।
সোমবার (২৪ জুলাই) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান।
জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, ‘আওয়ামী লীগের অধীনে সংসদ থেকে ইউননিয়ন পরিষদ কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি, হবেও না। আওয়ামী লীগ আরও একটি একতরফা নির্বাচনের ষড়যন্ত্র করছে। কেয়ারটেকার সরকার ছাড়া জনগণ কোনো নির্বাচন মানবে না। ভোট হতে দেবে না। জামায়াত দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না।’
প্রায় ১০ বছর পর গত ১০ জুন ঢাকায় সমাবেশের সুযোগ পায় জামায়াতে ইসলামী। তবে চলতি মাসে সিলেট এবং চট্টগ্রামে সমাবেশ করতে পুলিশের কাছে একাধিকবার অনুমতি চেয়েও পায়নি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দলটি।
তবে সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে পুলিশ ঢাকায় জামায়াতবে সমাবেশের অনুমতি দেবে বলে আশা প্রকাশ করেন দলের ভারপ্রাপ্ত আমির।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, প্রচার সম্পাদক এডভোকেট মতিউর রহমান আকন্দ প্রমুখ।