কৃষ্ণসাগরীয় শস্যচুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে যাওয়ার ঘোষণায় ইতোমধ্যে বিশ্বজুড়ে দাম বেড়েছে গমের। প্রভাব পড়তে শুরু করেছে বিভিন্ন দেশে। তবে শস্য রফতানি চুক্তি বাতিলের প্রভাব বাংলাদেশে পড়বে না বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
শনিবার (২২ জুলাই) রাজধানীর নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সেমিনারে দেশ-বিদেশের আন্তর্জাতিক নদী বিষয়ক গবেষক, বিশেষজ্ঞ, বিজ্ঞানী, পরিবেশবিদ ও শিক্ষাবিদরা অংশ নিয়েছেন।
ইউক্রেন থেকে নিরাপদে শস্য রফতানি চালু রাখতে গত বছরের জুলাইয়ে এগিয়ে আসে জাতিসংঘ ও তুরস্ক। তাদের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শস্যচুক্তি হয়। তিন দফা বাড়ানোর পর ১৭ জুলাই শেষ হয় চুক্তির মেয়াদ। রাশিয়া এই দফায় আর মেয়াদ বাড়াতে রাজি হয়নি।
বাংলাদেশ ইউক্রেনের গমের অন্যতম ক্রেতা হওয়ায় শস্যচুক্তি বাতিলের প্রভাব দেশে পড়বে কি না এমন প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, কৃষ্ণসাগর শস্য রফতানি চুক্তি বাতিল হওয়ার বিষয়ে সরকার অবগত। এতে দেশে খাদ্যের কোনো সংকট হবে না। কারণ, দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে।
বিকল্প উৎস হিসেবে অন্যান্য দেশ থেকে খাদ্য আমদানি করার কথা জানিয়ে মন্ত্রী বলেন, এক্ষেত্রে খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
দেশের খাদ্য নিরাপত্তা জোরদার করতে অভ্যন্তরীণ খাদ্য উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই বলেও অনুষ্ঠানে জানান পরিকল্পনামন্ত্রী।