১৯৯১ সাল থেকে শুরু হওয়া নারী ফুটবল বিশ্বকাপের নবম আসর মাঠে নামে আজ। ২০ জুলাই থেকে শুরু হওয়া নারী ফুটবলের এই সর্বোচ্চ আসর চলবে ২০ আগস্ট পর্যন্ত। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় যৌথ আয়োজনের নবম আসরের এই বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৩২ দেশ। এদিকে নারী ফুটবল বিশ্বকাপের কয়েক ঘণ্টা আগে কিইউদের অকল্যান্ডে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনা সংঘটিত হয়। যেখানে দুইজন নিহতসহ, আহত হয়েছেন আরও ৬ জন। তবে বাঁচতে পারেনি হামলাকারী নিজেও। পুলিশের পাল্টা গুলিতে নিহত হয়েছেন ওই অভিযুক্ত, এমনটায় জানায় ব্রিটিশ গণমাধ্যমের এক প্রতিবেদনে।
এ নিয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স বলেন, ‘হামলাটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে দেখা হচ্ছে না। তবে হামলা হলেও পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিশ্বকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। জনসাধারণ নিশ্চিত থাকতে পারে যে, পুলিশ হামলাকারীকে হত্যা করেছে এবং অকল্যান্ডের কুইন স্ট্রিটে এই ঘটনার পর আর কোনও ঝুঁকি নেই।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘হামলার কোনো রাজনৈতিক বা আদর্শিক উদ্দেশ্য এখনও চিহ্নিত করা যায়নি। তিনি বলেন, বন্দুকধারী একটি পাম্প-অ্যাকশন শটগানে সজ্জিত ছিল। এসময় হামলার খবর পেয়ে বন্দুকযুদ্ধে ছুটে যাওয়া নিউজিল্যান্ড পুলিশের সাহসী পুরুষ ও নারীদের ধন্যবাদ জানান তিনি।’
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, ‘এই ধরনের পরিস্থিতি দ্রুত এগোতে থাকে এবং যারা অন্যদের বাঁচাতে নিজেদের জীবন ঝুঁকির মধ্যে ফেলে তাদের কর্ম বীরত্বের থেকে কম কিছু নয়।’
অপরদিকে অকল্যান্ডের মেয়র ওয়েন ব্রাউন জানিয়েছেন, ‘ফিফা বিশ্বকাপে অংশ নিতে আসা সমস্ত কর্মী ও ফুটবল দল নিরাপদে আছে এবং তাদেরকে এই ঘটনা ব্যাখ্যা করা হয়েছে।’