প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে এবার বড় ধরণের কর্মসূচি নিয়ে মাঠে নেমেছেন বেসরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকরা। দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন।
শিক্ষকদের অবস্থানের কারণে প্রেস ক্লাবের সামনের রাস্তার এক পাশ বন্ধ করে দেওয়া হয়েছে। ডাইভারশন করে অন্যপাশের রাস্তা দিয়ে যানবাহন চলাচল করছে।
প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছিল সারাদেশের মাধ্যমিক স্তরের শিক্ষকরা। এই দাবিতে রোববার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। এছাড়া ছয়দিন ধরে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন তারা।
সরেজমিন দেখা গেছে, হাইকোর্ট মোড় থেকে সচিবালয় পর্যন্ত প্রেস ক্লাবের সামনের অবস্থান নিয়ে শিক্ষকরা নানা স্লোগান দিচ্ছেন।
লাগাতার অবস্থানের ষষ্ঠ দিনে আজ বিগত দিনগুলোর চেয়েও বেশি সংখ্যক শিক্ষক অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের অবস্থানের কারণে এই রাস্তা দিয়ে চলাচলকারী গণপরিবহন বিকল্প রাস্তা ব্যবহার করছে।
অবস্থান কর্মসূচি চলাকালে সরকারের উদ্দেশে শিক্ষক নেতারা বলেন, এখনো সময় আছে। মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি মেনে নিন। তা না হলে এর পরিণতি ভয়াবহ হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে না ফেরার কথা জানিয়েছেন শিক্ষকরা।