আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশে অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে আজ শনিবার (১৫ জুলাই)।
রাজনৈতিক দলগুলোর সূত্রে জানা গেছে, দেশের ১৪ থেকে ১৫টি নিবন্ধিত-অনিবন্ধিত রাজনৈতিক দলকে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছে ইইউ পর্যবেক্ষকরা। আজ শনিবার পৃথকভাবে বসছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীসহ কয়েকটি দলের সঙ্গে।
জানা গেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে ইইউ পর্যবেক্ষক দল বৈঠক করবে দুপুর ১২টায়। দলটির পক্ষ থেকে নেতৃত্ব দেবেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বনানীর হোটেল শেরাটনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির সঙ্গে সকাল ৯টায় বৈঠক করবে ইইউ প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকাল ১০টায় জাতীয় পার্টির (জাপা) সঙ্গে বৈঠক হবে ইইউ দলের। গুলশানে ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জাপার নেতৃত্ব দেবেন দলের চেয়ারম্যান জিএম কাদের।
ইইউর গুলশানের কার্যালয়ে বেলা আড়াইটায় জামায়াতে ইসলামীর সঙ্গে পর্যবেক্ষকদের বৈঠকের কথা রয়েছে। এরপর বিকেল ৪টায় বৈঠক হবে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সঙ্গে।
চলতি বছরের ডিসেম্বর কিংবা আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। এজন্য রিকার্ডো শেলেরির নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল ১৫ দিনের সফরে বাংলাদেশে অবস্থান করছে। আগামী ২৩ জুলাই পর্যন্ত ঢাকায় অবস্থান করবে তারা।
ইতিমধ্যে ইইউ প্রতিনিধি দলটি নির্বাচন কমিশন, সরকারের কয়েকজন উচ্চপর্যায়ের সদস্য, নিরাপত্তা কর্মকর্তা ও অ্যাটর্নি জেনারেলসহ অনেকের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেছে।
ইসির সঙ্গে বৈঠকের পর ইইউ প্রতিনিধি দলের প্রধান রিকার্ডো শেলেরি জানান, নির্বাচনপূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠাবেন তিনি। এর ভিত্তিতে আগামী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।