দ্বিতীয় পর্বে আফগানিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফরে ব্যাটে-বলে জ্বলে ওঠেছে আফগান ক্রিকেটাররা। চলমান ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে তারা। তবে আজ তৃতীয় ম্যাচে মুদ্রার উল্টো পিঠ দেখলো আফগানিস্তান। শরিফুলের একের পর এক আঘাতে আফগানরা আজ এলোমেলো, অসহায়। শেষ পর্যন্ত ৪৫.১ ওভারে ১২৬ রানে অলআউট হয় সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে লিটনের অর্ধশতকে ৭ উইকেটের জয় পায় টাইগাররা।
আফগানদের দেওয়া স্বল্প পুঁজির লক্ষ্যে ব্যাট করতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ২ রানে তামিমের বদলে একাদশে জায়গা পাওয়া নাঈম ৮ বলে শূন্য করে আউট হয়েছেন। আগের ম্যাচও ফারুকির বলে বোল্ড হয়েছিলেন তিনি।
এরপর দ্বিতীয় উইকেটে নাজমুল শান্ত এসে শুরুর ধাক্কা সামাল দেবার চেষ্টা করেন। তবে এই বাহাতি ব্যাটার উইকেটে বেশিক্ষণ থিতু হতে পারেননি। লিটনের সঙ্গে ২৬ রানের জুটি গড়েই প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। ১৫ বলে করেন ১১ রান। এরপর সাকিবকে সঙ্গে নিয়ে ব্যাটে আছেন লিটন দাস।
দ্রুত উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়েন সাকিব আল হাসান ও লিটন দাস। এ দুই জুটিতে গড়েন ৬১ রান। তবে প্রতিরোধ গড়ে দলীয় ৮৯ রানে ফেরেন সাকিব। ৩৯ বলে ৩৯ করে সাজঘরে ফেরেন টাইগার অলরাউন্ডার। সাকিব আউট হলেও চতুর্থ উইকেটে ব্যাট করতে নামা হৃদয়কে নিয়ে জয়ের বন্দরে পৌছে যায় লিটন।