সরকারের বিরুদ্ধে এক দফা কর্মসূচি ঘোষণা করতে আগামীকাল বুধবার (১২ জুলাই) রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ডেকেছে বিএনপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে ইতোমধ্যে অনুমতি চেয়েছে দলটি। বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি। তবে এর জন্য দলটিকে মানতে হবে ২০ থেকে ২৫টি শর্ত।
মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়ার ইঙ্গিত দিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি সাংবাদিকদের বলেছেন, বিএনপিকে আজকে অনুমতি দেওয়া হতে পারে। ২০ থেকে ২৫টি শর্তসাপেক্ষে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেওয়া হবে।
এর আগে সোমবার (১০ জুলাই) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ আয়োজনে ডিএমপি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয় বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। এদিন বিএনপির একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে। তারা কমিশনারের কাছে সমাবেশ আয়োজনের সহায়তার জন্য লিখিত আবেদন জমা দেন। পরে কমিশনার সমাবেশ আয়োজনে সহযোগিতার মৌখিক আশ্বাস দেন।
বিএনপির পক্ষ থেকে গত বছরের ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় গণসমাবেশ থেকে সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়। এরপর ২৪ ডিসেম্বর থেকে যুগপৎ আন্দোলন কর্মসূচি শুরু করে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। আগামী সংসদ নির্বাচনের কয়েক মাস আগে এবার এক দফার আন্দোলন ঘোষণা করতে যাচ্ছে দলটি। নয়াপল্টনে সমাবেশ থেকে সেই ঘোষণা আসবে বলে জানিয়েছে বিএনপি।
এদিকে সমাবেশে ব্যাপক লোক সমাগম করার পরিকল্পনা নিয়েছে বিএনপি। ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। অনেক বছর পর এবারই প্রথম রাজধানীজুড়ে মাইকিং করছে বিএনপি। এছাড়া সরকারের পক্ষ থেকেও তেমন কোনো বাধার মুখোমুখি হচ্ছেন না বলে জানিয়েছেন দলটির নেতারা।