ঢাকা থেকে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের অভিযোগে ফেনীর সোনাগাজী থেকে বাবা-ছেলে এবং ভগ্নিপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৯ জুলাই) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- প্রধান অভিযুক্ত সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের মো. ইব্রাহীম রাজু, তার পিতা মো. আবুল হোসেন এবং ভগ্নিপতি নূর উদ্দিন।
ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনার মূলহোতা ইব্রাহীম ঢাকার চকবাজার থানার ২৭ নম্বর ওয়ার্ডের ঢাকেশ্বরী এলাকায় একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। তিনি ওই এলাকার এক কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে বিভিন্ন সময় উত্ত্যক্ত করতেন। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শনিবার সকালে ইব্রাহীমের নেতৃত্বে ৫-৬ জন ব্যক্তি ওই কিশোরীকে জোরপূর্বক অপহরণ করে ফেনীর সোনাগাজী নিজ বাড়িতে নিয়ে যান।
এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে রোববার সকালে পুলিশ ইব্রাহীমের বাড়ি থেকে কিশোরীকে উদ্ধার ও তিন আসামিকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন জানান, ভুক্তভোগী কিশোরীকে সোমবার ফেনী জেনারেল হাসপাতালে শারীরিক পরীক্ষা করা হবে। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।