তিনটি করে টি-টোয়েন্টি এবং ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ভারতীয় নারী দল। রোববার (৯ জুলাই) থেকে মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। তার আগে আজ (৮ জুলাই) মিরপুরে সংবাদ সম্মেলনে এসেছিলেন ভারতীয় অধিনায়ক হারমনপ্রীত কৌর। এ সময় তিনি বাংলাদেশের চ্যালেঞ্জ রুখতে তার দল প্রস্তুত বলে জানিয়েছেন।
হারমনপ্রীত বলছিলেন, ‘বাংলাদেশ ভালো দল। তারা সব সময়ই নিজেদের কন্ডিশনে ভালোমানের ক্রিকেট খেলে। যা আমাদেরকে চ্যালেঞ্জ দিতে পারে এবং সেভাবে আমরা প্রস্তুতও আছি। আমরা ২-৩ দিন নিজেদের প্রস্তুতির সময় পেয়েছি এবং প্রতিটি বিভাগেই কাজ করেছি। ইতিবাচক ক্রিকেট খেলার অপেক্ষায় আছি আমরা। আশা করছি পুরো দল একসঙ্গে খেলতে পারব এবং নিজেদের সেরাটা দিতে পারবো।’
‘আমরা আজকের অবস্থানে আসার পথে সব সময়ই ভালো ক্রিকেট খেলার চেষ্টা করি। প্রতিটি দলই আসলে দিনকে দিন উন্নতি করার চেষ্টা করে। তারাও তাদের সামর্থ্য দেখানোর চেষ্টা করবে। আমাদের থেকে যা প্রত্যাশা করা হচ্ছিল তা আমরা করেছি। ভালো দলগুলোর বিপক্ষেও ভালো খেলেছি। বাংলাদেশও বেশ ভালো দল। ভালো ক্রিকেট খেলে তারাও প্রতিদ্বন্দ্বীতা করে। আমরা আমাদের প্রক্রিয়ায় থাকতে চাই যেগুলো আমাদের সাফল্য পেতে ভূমিকা রাখে। নিজেদের দিকে মনোযোগ রাখতে চাই, এটা ভাবতে চাই না যে কে ভালো, কে খারাপ। আমরা ভালো খেলার দিকে মনোযোগ রাখতে চাই, এটাই আমাদের একমাত্র লক্ষ্য’, যোগ করেন ভারতীয় অধিনায়ক।
মিরপুরের উইকেট নিয়ে হারমনপ্রীত বলেন, ‘এশিয়ান কন্ডিশনে আমরা প্রায়ই টার্নিং উইকেট পেয়ে থাকি। কিন্তু এখানে যতটুকু শুনেছি খুব ভালোমানের উইকেট পাব। এটাই আমরা প্রত্যাশা করছি। টি-টোয়েন্টি ক্রিকেটে আপনি সব সময়ই একটা ভালো ব্যাটিং উইকেট চাইবেন এবং আশা করছি আগামীকালও উইকেট ভালো থাকলে আমরা বড় সংগ্রহ পাব। আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারব বলে আশা করি।’
সফরকারী দল হলেও দর্শকদের থেকে কোনো চাপ পড়বে না বলেও মনে করেন হারমনপ্রীত, ‘আমরা দর্শকের চাপ নিতে অভ্যস্ত হয়ে গেছি। এটা আমাদের ওপর প্রভাব ফেলবে না। দর্শকরা যখন মাঠে আসে এবং যেকোনো দলকে সাপোর্ট করে সেটা আমাদের কাছে ভালো লাগে। আমি জানি, বাংলাদেশের দর্শকরা ক্রিকেট ভালোভাসে এবং তারা ভালোমানের ক্রিকেটকে গ্রহণ করবে। মাঠে আমরা প্রতিটি মুহূ্র্ত ইতিবাচক ক্রিকেট খেলে উপভোগ করব। যেটা আমাদের নিয়ন্ত্রণে থাকবে না সেটা নিয়ে ভাবনার কোনো কারণ দেখি না। আমরা কেবল নিজেদের খেলায় মনোযোগ রাখতে পারি।’