ক্রিকেট খেলায় সারা বিশ্বেই এখন ফ্র্যাঞ্চাইজি লিগের দারুণ চাহিদা। ছোট সংস্করণের নতুন সব আসরের কথা এখন হরদমই শোনা যায়। দেশে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এর জনপ্রিয়তাও আকাশচুম্বী। তবে নানা জটিলতায় ঠিকঠাক জমে ওঠছেনা এ টুর্নামেন্ট। বিপিএলের কম ভেন্যু নিয়ে হতাশার কথা সব মৌসুমেই হয়ে থাকে। তবে এ সমস্যা সমাধানে এবার আশার কথা শুনিয়েছেন বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক।
কয়েক মৌসুম ধরে দেশের তিনটি মাত্র ভেন্যুতে আয়োজিত হচ্ছে বিপিএল। যার কারণে খেলায় বৈচিত্র না আসার পাশাপাশি জনপ্রিয়তায়ও টান পড়েছে। দর্শকদের একটি বড় অংশ মাঠে বসে ম্যাচ উপভোগ করতে বঞ্চিত হচ্ছেন। তাই আরও একটি ভেন্যু বাড়ানোর চিন্তা করছে কর্তৃপক্ষ।
রাজধানীর একটি পাঁচ তারকা হটেলে কাল আয়োজিত হয়েছে বিপিএলের গত মৌসুমের কুইজ বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন বিপিএল গভর্ণিং কমিটির সদসযসচিব ইসমাইল হায়দার মল্লিক। আগামী মৌসুমে রাজশাহী বা খুলনায় ম্যাচ হতে পারে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘খুলনার চেয়ে রাজশাহীকে আমরা একটু এগিয়ে রাখব। রাজশাহীতে দেওয়ার ইচ্ছে আছে আমাদের। এবার না পারলেও আগামী মৌসুম থেকে আমরা চেষ্টা করব।’
খুলনায় ভালো মানের হোটেল সঙ্কটের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘খুলনাতে যেটা হয়েছে, আমাদের খুব ভালো মানের হোটেল দরকার ৩-৪ টা। খুলনাতে এ রকম নেই। রাজশাহীতে দুটো নতুন হোটেল হয়েছে। এই দিক থেকে আমরা রাজশাহীকে এগিয়ে রাখছি।’
এদিকে হোটেল সমস্যার পাশাপাশি যাতায়াতে অসুবিধার কারণে বরিশালে বিপিএলের ভেন্যু বিবেচনা করা যাচ্ছেনা বলে জানান তিনি। মল্লিক বলেন, ‘বরিশালে শুধু ট্রান্সপোর্ট না, হোটেলের সমস্যাও আছে। একটা মাত্র হোটেল আছে, যেটা আমাদের বিপিএল মানের সঙ্গে যায়। এই জায়গায় ৬-৭টা দলকে নিয়ে ওখানে টুর্নামেন্ট করাটা কঠিন।’