শেরপুরের নকলায় পাঁচ বছরের কন্যাশিশুকে যৌন নিপীড়নের অভিযোগে জাহাঙ্গীর আলমকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ জুলাই) দিনগত রাতে উপজেলার চরকয়ৈা উত্তরপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন।
ভুক্তভোগীর পরিবার জানায়, ওই শিশুর পরিবার নকলা পৌরসভার চরকৈয়া উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। বসতঘরে মনোহারি দোকান দিয়ে দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছেন পরিবারটি। শিশুটি খেলাধুলা শেষে দোকান দেখাশোনা করার জন্য দোকানের পেছনে রাখা চৌকিতে মাঝে মধ্যে শুয়ে থাকত।
রোববার (২ জুলাই) শিশুটি খেলাধুলা শেষে ওই চৌকিতে শুয়ে থাকা অবস্থায় কৌশলে জাহাঙ্গীর আলম সন্ধ্যার দিকে ঘরে প্রবেশ করে। এ সময় কেউ না থাকায় শিশুটিকে যৌন নিপীড়ন করেন। পরে শিশুর চিৎকারে ঘটনাস্থল থেকে জাহাঙ্গীর আলম কৌশলে পালিয়ে যায়। শিশুর পরিবার সোমবার রাতেই থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করলে রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে অভিযুক্ত জাহাঙ্গীর আলমের পরিবার অভিযোগ করেন, শিশুটির পরিবার পূর্ব শত্রুতার জেরে জাহাঙ্গীর আলমকে ফাঁসিয়েছেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াদ মাহমুদ বলেন, ভুক্তভোগীর পরিবার সোমবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে রাতেই আমরা অভিযুক্ত জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছি। সকালে জাহাঙ্গীরকে আদালতে পাঠানো হয়েছে।