ভারতকে শতাধিক প্রাচীন মূর্তি ফেরত দিচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে বাইডেন প্রশাসন। সফরের শেষ দিনে যুক্তরাষ্ট্রে বসেই এই তথ্য জানান মোদি।
মোদি জানান, মার্কিন সরকার সিদ্ধান্ত নিয়েছে, তারা ভারতের ১০০ টিরও বেশি প্রাচীন সম্পদ (চুরির মাধ্যমে যুক্তরাষ্ট্রে এসেছে) ফিরিয়ে দেবে।
মোদি বলেন, ‘আমি খুব খুশি যে ভারতের ১০০টিরও বেশি পুরনো সামগ্রী যা চুরি হয়েছিল তা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সরকার। এই পুরনো সামগ্রীগুলো আন্তর্জাতিক বাজারে পৌঁছে গিয়েছিল। আমি কৃতজ্ঞতা জানাই মার্কিন সরকারকে।’
ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘বহু শতাব্দী ধরে, অসংখ্য অমূল্য নিদর্শন, যার মধ্যে কিছু গভীর সাংস্কৃতিক ও ধর্মীয় তাৎপর্য রয়েছে, চুরি করে বিদেশে পাচার করা হয়েছে। সরকার ভারতীয় প্রত্নবস্তু এবং সাংস্কৃতিক ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য একটি সক্রিয় পন্থা গ্রহণ করেছে।’
যুক্তরাষ্ট্র সফরে গিয়ে রেকর্ড গড়েছেন মোদি। বহু ঐতিহাসিক চুক্তি হয়েছে দুই দেশের। সমরাস্ত্র চুক্তি থেকে শুরু করে বাণিজ্যের বিষয়ে একাধিক সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ।