মহামারীর মধ্যে উল্টো পথে হেঁটে মাস্ক পরার বিধি শিথিল করা হলো ইসরায়েলে। সেদেশের স্বাস্থ্যমন্ত্রণালয় নির্দেশ দিয়েছে নাগরিকদের আর মাস্ক পরতে হবে না। এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে দেশের সব স্কুল। জানা গেছে, ইসরায়েলে ৯.৩ মিলিয়ন জনসংখ্যার ৫৪ শতাংশ মানুষকেই ফাইজারের টিকার দুই ডোজ দেওয়া হয়েছে। আর করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যাও অনেকটা কমে গেছে। সেকারণেই ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের নিয়ম শিথিল করা হয়েছে।
মাস্ক পরার নিয়ম তুলে নিলেও তা সবাইকে সঙ্গে রাখতেও বলা হয়েছে। তবে বদ্ধ জায়গায় মাস্ক ব্যবহার আগের মতই বাধ্যতামূলক থাকছে। ইসরায়েল স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, দেশে করোনায় মৃতের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। তাই ১৮ এপ্রিল থেকে খোলা জায়গায় মাস্ক ব্যবহারের নিয়মটি আপাতত তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশের স্বাস্থ্যমন্ত্রকের ডিজি প্রফেসর হেজি লেভি।