ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে আলাল উদ্দিন নামে এক দারোয়ানের মৃত্যুর ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে সংস্থাটির প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। আলালকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে বলে তার পরিবার অভিযোগ করলেও তা অস্বীকার করেছে ডিবি।
গোয়েন্দা সংস্থাটির প্রধানের ভাষ্যমতে, উত্তরার একটি বাসার দারোয়ান আলালকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়লে সব নিয়ম মেনেই তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে তিনি মারা যান।
শনিবার (২৪ জুন) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হারুন এসব কথা বলেন।
আলাল অসুস্থ হয়ে পড়লে তাকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তিনি ছয়-সাত দিন চিকিৎসাধীন ছিলেন জানিয়ে হারুন বলেন, সেখানে তিনি বুকের ব্যথা অনুভব করেন। পরে তাকে হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলাকালে আলাল মারা যান। মৃত্যুর আগে তাকে আদালতে তোলা হয়েছিল বলে দাবি করেন ডিবির প্রধান।
আলালকে কবে আদালতে তোলা হয়েছিল এবং কবে গ্রেফতার দেখানো হয় এ বিষয়ে জানতে চাইলে হারুন কোনো সদুত্তর দিতে পারেননি।
দারোয়ান আলালের মৃত্যুর ঘটনার সময় দেশে ছিলেন না দাবি করে হারুন বলেন, আমি এসে যতটুকু জেনেছি, আইন-কানুন মেনেই, আদালতের অনুমোদন নিয়েই সবকিছু হয়েছে। তিনি যেহেতু অসুস্থ তাকে পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছিল।