ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের দুইটি দল এখনো চূড়ান্ত হয়নি। জিম্বাবুয়েতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাই পর্বে সেই দুই জায়গার লড়াইয়ের জন্য ‘বি’ গ্রুপের আজ দুটি ম্যাচ মাঠে গড়ায়। বুলাওয়েতে দিনের প্রথম ম্যাচে ওমানের মুখোমুখি হয় শ্রীলঙ্কা। আগে ব্যাট করতে নেমে লঙ্কান বোলারদের তোপে মাত্র ৯৮ রানেই অলআউট হয়ে যায় জিসান মাসুদের দল। ছোট এই লক্ষ্য তাড়া করতে নেমে ২১০ বল হাতে রেখেই ১০ উইকেটের বিশাল জয় তুলে নেয় দাসুন সানাকারা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে লঙ্কান পেসার লাহিরু কুমারার পেসে ভেঙে পড়ে ওমানে টপ অর্ডার। দলীয় ২০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টানা দুই ম্যাচ জেতা জিসান মাসুদের দল।
মিডেল অর্ডার পঞ্চম উইকেট জুটিতে জাতিন্দর সিং ও আয়ান খানের ব্যাটে কিছুটা লড়াইয়ের আশা জাগায় ওমান। কিন্তু ওয়ানিন্দু হাসারাঙ্গার ঘূর্ণিতে একের পর এক ব্যাটার সাজঘরে ফিরতে থাকে। ওপেনার জাতিন্দরকে ফিরিয়ে পঞ্চম উইকেটে গড়া ৫২ রানের জুটি ভাঙেন লঙ্কান এই লেগ স্পিনার।
তারপর আর কোন ব্যাটার ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হতে পারেনি। মাত্র দলীয় ৯৮ রানেই অলআউট হয়ে যায় ওমান। হাসারাঙ্গা নেন ৫ টি উইকেট ও কুমারা শিকার করেন তিনটি উইকেট।
৯৯ রানের ছোট এই লক্ষ্য তাড়া করতে নেমে রেকর্ড ব্যবধানে জয়ে তুলে নিয়েছে লঙ্কানরা। দিমুথ করুনারত্নে ও পাথুম নিসাংকার ওপেনিং জুটিতেই মাত্র ১৫ ওভারে বিনা উইকেটে রেকর্ড ব্যবধানে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। এই জয়ে টানা দুই ম্যাচএর দুইটিতে জিতে পয়েন্ট তালিকায় সবার ওপরে সানাকার দল।