ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা করেছেন এক ছাত্রলীগকর্মী। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। যদিও ভুক্তভোগী কিশোরী নিজেকে রক্ষা করতে পেরেছেন বলে জানা গেছে।
অভিযোগ ওঠা ছাত্রলীগকর্মীর নাম শুভ (২২)। তিনি পৌর শহরের ষোলহাসিয়া এলাকার আতিকুর রহমানের ছেলে এবং গফরগাঁও কলেজ ছাত্রলীগের কর্মী।
ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, একটি কক্ষে এক কিশোরীকে টেনে হিঁচড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করছেন ছাত্রলীগকর্মী শুভ। এসময় তিনি বিবস্ত্র অবস্থায় ছিলেন।
রাকিবুল হাসান আহাদ নামে একটি ফেসবুক আইডি থেকে ধর্ষণচেষ্টার ভিডিওটি পোস্ট করা হয়। এছাড়া আরও দুটি ভিডিও একই আইডি থেকে পোস্ট করা হয়। ওই দুটি ভিডিওতে শুভকে মদ্যপান ও ইয়াবা সেবন করতে দেখা গেছে। মুহূর্তের মধ্যে এসব ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।
ধর্ষণচেষ্টার ভিডিওটি নিজের বলে স্বীকার করে শুভ বলেন, ভিডিওটি অনেকদিন আগের। বিষয়টি নিয়ে প্রশাসন সব জানে। নিউজ করলেও কিছুই হবে না।
এ ব্যাপারে গফরগাঁও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম বলেন, ফেসবুকে কোনো ভিডিও ছড়িয়ে পড়েছে কি না তা আমার জানা নেই। তবে শুভ ছাত্রলীগের কেউ নন।
গফরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। শুভর বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।