সবশেষ সিলেট ও রাজশাহীতে ভোট হওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে পাঁচ সিটি নির্বাচন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের দাবি, এই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। ফলে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা বাড়াবে।
বুধবার (২১ জুন) বিকেলে সিলেট ও রাজশাহীতে ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্ন ছিল পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের পর রাজনৈতিক দলের আস্থা বাড়বে কিনা- জবাবে সিইসি বলেন, আমরা আশাবাদী এই সিটি নির্বাচনে যেভাবে সুষ্ঠু ভোট হয়েছে। ভবিষ্যতেও ভোট সুষ্ঠু হবে।
এসময় কাজী হাবিবুল আউয়াল বলেন, সিলেটে ৪৫ আর রাজশাহীতে ৫০ শতাংশের বেশি ভোট পড়েছে। এই নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে। তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ছিল না। দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। রাজশাহীতে একজনকে সিসি ক্যামেরায় দেখে জেল দেওয়া হয়েছে।
ভোটারের এমন উপস্থিতিতে কমিশন খুশি কিনা- জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ৫০ শতাংশ নট গুড। তবে ৬০ থেকে ৭০ হলে এক্সিলেন্ট।