দুই দিনের চীন সফর শেষ করেছেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী। তারপরেই বোমা ফাটালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্যালিফোর্নিয়ায় একটি সংস্থার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানেই তিনি চীনের প্রসঙ্গ তোলেন। শি জিনপিংকে সরাসরি আক্রমণ করে তিনি ‘একনায়ক’ বলে সম্বোধন করেন।
গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র একটি বেলুন ধ্বংস করেছিল। সেটি ধ্বংস করার পর ভেতরে বহু জিনিস পাওয়া গেছে, যা গুপ্তচররা ব্যবহার করেন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, বেলুনটি চীনের। বেলুনে করে তারা গুপ্তচরদের জন্য জিনিস পাঠাচ্ছিল। খবর রয়টার্সের
এদিন বাইডেন বলেন, শি জিনপিংয়ের মতো এক একনায়কের এই ঘটনায় কষ্ট পাওয়ার কথা। তিনি নিশ্চয় পেয়েছেন। বেলুনটি যে ওই জায়গায় পৌঁছে যাবে, তা তিনি জানতেন না। ওই বেলুন ধ্বংস করে চীনের গুপ্তচরদের জিনিসপত্র পাওয়া গেছে। শি জিনপিংয়ের পুরো ঘটনাটি মনে লেগেছে।
যুক্তরাষ্ট্রের এই বেলুন ধ্বংসের ঘটনা এবং তাইওয়ানে মার্কিন কর্মকর্তাদের যাতায়াত সম্প্রতি চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও খারাপ করেছে। বস্তুত, করোনার সময় থেকেই দুই দেশের সম্পর্ক ক্রমশ তলানিতে গিয়ে ঠেকে। প্রেসিডেন্ট ট্রাম্পের পর বাইডেনের আমলেও সম্পর্কের কোনো উন্নতি হয়নি।
এরই মধ্যে দুই দিনের বেইজিং সফরে গিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। মনে করা হচ্ছিল, ব্লিঙ্কেনের সফর দুই দেশের সম্পর্ক খানিকটা হলেও ভালো করবে। তাইওয়ান সমস্যা, রাশিয়ার ইউক্রেন আক্রমণসহ একাধিক বিষয়ে শি জিনপিংয়ের সঙ্গে কথা বলেছেন ব্লিঙ্কেন। কিন্তু বাইডেনের মন্তব্য বুঝিয়ে দিল, আলোচনা ফলপ্রসূ হয়নি।