কাতার বিশ্বকাপের পর থেকে হারের বৃত্ত থেকে বের হতে পারছেনা ব্রাজিল। ক্রোয়েশিয়ার বিপক্ষে হেরে বিশ্বকাপে ব্যর্থ হয়েছে সেলেসাওরা। এরপর আফ্রিকার দেশ মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচেও দেখতে হয় পরাজয়ের মুখ। এবার একই মহাদেশের আরেক দেশ সেনেগালের বিপক্ষেও হারল তারা। মঙ্গলবার (২০ জুন) দিবাগত রাতে পর্তুগালের লিসবনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সাদিও মানের দলের বিপক্ষে ৪-২ গোলে পরাজিত হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ফিফা উইন্ডোতে সেনেগালের বিপক্ষে প্রীতি ম্যাচের আলাদা গুরুত্ব ছিল ব্রাজিলের কাছে। রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। এর প্রেক্ষিতে ভিনির প্রতি সমর্থন এবং বর্ণবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করতেই আফ্রিকার দুটি দেশের বিপক্ষে আয়োজন করা হয় ম্যাচের। এর একটিতে গিনিকে বিশাল ব্যবধানে পরাজিত করলেও সেনেগালের বিপক্ষে খেলায় এক হালি গোল হজম করতে হয়েছে সেলেসাওদের।
সাদিও মানের দলের বিপক্ষে ভিনি-মার্কিনিয়োসদের এমন হারের ম্যাচে দুইটি গোল হয়েছে সরাসরি রক্ষণের ভুলে। শুরুতে জুয়েলিনটনের ভুল পাসের ফলে বল পায় প্রতিপক্ষ যাতে গলও নিশ্চিত করেছে তারা। এরপর দ্বিতীয়ার্ধ্বে ডিফেন্ডার মার্কিনিয়োস এর পায়ে লেগে বল জড়ায় জালে। এছাড়াও পুরো ম্যাচেই সেলেসাওদের রক্ষণে চিড় ধরিয়েছে ব্রাজিল। হারের বৃত্ত থেকে বের হতে তাই ডিফেন্ডারদের আরও উন্নতি করতে হবে। ম্যাচ শেষে ডিফেন্ডার দানিলো নিজেও এমন কথাই বলেছেন। সতীর্থদের দায়িত্ব নিয়ে খেলার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘অজুহাত দিলে এবং এভাবে হারলে চলবে না। খুব দ্রুত শিখতে হবে কারণ আমাদের নিয়ে অনেকেরই বেশি আশা।’
এদিকে বিশ্বকাপ ব্যর্থতার পর দায় নিয়ে সরে দাড়িয়েছেন তখনকার কোচ টিতে। এরপর এখনো পর্যন্ত প্রধান কোচ নিয়োগ দিতে পারেনি দেশটির ফুটবল ফেডারেশন। হাই প্রোফাইল কিছু কোচের অপেক্ষায় থাকলেও ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিই তাদের প্রথম পছন্দ। তাকেই নিয়োগ দিতে ২০২৪ সালের ১ জুলাই পর্যন্ত অপেক্ষা করতে চায় সেলেসাওদের ফেডারেশন। এদিকে দলের প্রধান কোচ না থাকায় পর্যাপ্ত পরিকল্পনার অভাবেই এমন হারের মুখোমুখি হয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা এমনটাই মনে করছেন অনেকে।
আক্রমণে ব্রাজিলিয়ানদের অন্যতম তারকা নেইমার জুনিয়রের দলে না থাকাও এমন পরাজয়ের কারণ হতে পারে। ইনজুরির কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে আছেন এই স্ট্রাইকার।
এদিকে এমন হারকে শেখার উপলক্ষ্য হিসেবেই দেখছেন সেলেসাওদের বর্তমান অন্তর্বর্তীকালীন কোচ র্যামন ম্যানেনজেস। তিনি বলেন, ‘সাহস রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচটা আমরা জয় দিয়ে শেষ করতে পারতাম। তবে ফুটবল আপনি জিতবেন, না হয় শিখবেন। আমরা অনেক কিছু শিখেছি, এটা এই দলের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, ব্রাজিলের সামনে অনেক চ্যালেঞ্জ আছে।’