২০২৩ সালের এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাস করা সিলেবাসে আয়োজন করা হবে। এ সিলেবাসে হবে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা।
মঙ্গলবার (২০ জুন) বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জানতে চাইলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘২০২৩ সালের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে পুনর্বিন্যাস করা সিলেবাসে। একই সিলেবাসে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষাও নেওয়া হবে। বর্তমানে সিলেবাস প্রণয়নের কাজ শুরু করা হয়েছে। পুনর্বিন্যাস করা সিলেবাসে ১০০ নম্বরের এইচএসসি পরীক্ষা নেওয়া হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এদিকে পরীক্ষার সিলেবাস নির্ধারণ করা হলেও সম্ভাব্য তারিখ বা মাস এখনো নির্ধারিত হয়নি। সাধারণত ফেব্রুয়ারিতে এসএসসি ও এপ্রিলে এইচএসসি পরীক্ষা নেওয়া হয়। আগামী বছর কবে এ পরীক্ষা নেওয়া হবে তা মঙ্গলবার আলোচনা হয়নি।
বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক হাবিবুর রহমান, বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ, কারিগরি অধিপ্তরের মহাপরিচালক মো. মহসিনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।