ক্রিশ্চিয়ানো রোনালদো নিঃসন্দেহে বিশ্বের সেরা ফুটবলারদের একজন। ক্লাব ফুটবলে খেলেছেন নামকরা সব দলের হয়ে, অর্জন করেছেন সম্ভাব্য সব শিরোপাই। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন হ্যাট্রিক চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। জাতীয় দলের হয়েও অর্জন কম নেই তার। তবে এসবের পাশাপাশি তিনি একজন সেরা দজনী এথলেটও। ক্রীড়াজগতে তার সম্পদের পরিমাণ নিয়ে চলে বিস্তর আলোচনা। কেনই বা হবেনা, তার একটি ঘড়ির দামই যে দশটি ফ্ল্যাটের দামের সমান।
ফুটবলে নিজের ক্যারিয়ার গড়তে বিস্তর পরিশ্রম ও সংগ্রাম করতে হয়েছে পর্তুগীজ মহাতারকাকে। খেয়ে না খেয়ে করতে হয়েছে অনুশীলন। তবে বিশ্ব ফুটবলে তিনি তার প্রতিভার স্বাক্ষর রাখতে পেরেছেন বলেই হয়েছেন সফল, সে সাথে উপার্জন করেছেন বিস্তর অর্থবিত্ত। নিজের ব্যক্তিগত জেট বিমান থেকে শুরু করে তার রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি সহ আরও অনেক কিছু। সেই সাথে আছে দামী অনেক ঘড়ি।
সাবেক রিয়াল তারকার সংগ্রহে রয়েছে অনেক আকাশচুম্বী দামের অনেক ঘড়ি। এসবের মধ্যে উল্লেখযোগ্য বিশ্বখ্যাত ব্র্যান্ড জ্যাকব এন্ড কোং এর নির্মিত স্যারোভিট নামের ঘড়ি। এ ব্র্যান্ডের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন রোনালদো, রোনালদোর স্মরণে বেশ কয়েকটি মডেলের হাতঘড়ি বাজারে এনেছে তারা। এর মধ্যে উল্লেখ্যযোগ্য সবুজ রঙয়ের স্যারোভিট।
কাতার বিশ্বকাপের পর সিআরসেভেন যখন সৌদি ক্লাব আল নাসরে যোগ দেন তখন তার জন্য এই ঘড়ি বানিয়েছিল জ্যাকব এন্ড কোং। সৌদিতে রোনালদোর যাত্রা স্মরণীয় করে রাখতেই সবুজ রং ছিল ঘড়িটির। সে যাই হোক, এ ঘড়ির দাম জানলে অবাক হয়ে যাবে যে কেউ। শুধুমাত্র একটি ঘড়ির দামেই যে কেনা যাবে প্রায় দশটি ফ্ল্যাট!
এমার্যাল্ড এর চেয়েও ২০০ গুণ বেশি দুর্ল্ভ এই মহামূল্যবান রত্ন পাথরে নির্মিত এ ঘড়ির দাম প্রায় ৭৮ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৮ কোটি ৫০ লক্ষ টাকার কাছাকাছি। দামী পাথর ছাড়াও এ ঘড়িতে ব্যবহার করা হয়েছে স্বর্ণ এবং সর্বাধুনিক প্রযুক্তি। সৌদি আরবে যাবার পথে নিজের জেট বিমানে বসে এ ঘড়ি পরিহিত একটি ছবি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন রোনালদো। এদিকে স্যারোভিট ছাড়াও একই ব্র্যান্ডের আরও বেশ কিছু ঘড়ি আছে