ভারতে তীব্র তাপদাহে গত তিন দিনে অন্তত ৫৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তর প্রদেশের বালিয়া জেলা হাসপাতালে এসব মানুষ মারা গেছে। এই সময় হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় ৪০০ জন।
চিকিৎসকরা জানিয়েছেন, মৃত্যুর বিভিন্ন কারণ থাকলেও প্রচণ্ড গরম একটি কারণ হতে পারে। প্রচণ্ড গরমের কারণে হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, একটি গুরুতর তাপপ্রবাহ উত্তরপ্রদেশে প্রবাহিত হচ্ছে। বেশিরভাগ জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রির ওপরে দেখা যাচ্ছে।
মৃত্যুর আকস্মিক বৃদ্ধি এবং রোগীদের জ্বর, শ্বাসকষ্ট এবং অন্যান্য সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা চিকিৎসকদের অভিভূত করেছে। হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে কর্মীদের সতর্ক করেছে।
বালিয়ে জেলা হাসপাতালের ইনচার্জ মেডিকেল সুপারিনটেনডেন্ট এসকে যাদব এ খবর নিশ্চিত করেছেন।
বালিয়ার চিফ মেডিকেল অফিসার জয়ন্ত কুমার জানিয়েছেন, বৃহস্পতিবার ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং শুক্রবার আরও ১১ জনের মৃত্যু হয়েছে।
শনিবার অ্যাসোসিয়েটেড প্রেসকে তিনি বলেন, ‘সকল ব্যক্তিই কিছু অসুস্থতায় ভুগছিলেন এবং প্রচণ্ড গরমের কারণে তাদের অবস্থা আরও খারাপ হয়েছিল।’
তিনি বলেন, বেশিরভাগ মৃত্যুই হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক ও ডায়রিয়ার কারণে হয়েছে।
আরেক মেডিকেল অফিসার দিবাকর সিং বলেছেন, গুরুতর অবস্থায় লোকদের বালিয়ার প্রধান হাসপাতালে ভর্তি করা হয়েছে। বয়স্ক ব্যক্তিরাও প্রচণ্ড গরমের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন।
ভারতের আবহাওয়া অধিদফতরের তথ্য অনুসারে জানা গেছে, শুক্রবার বালিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। এটা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৪.৭ ডিগ্রি সেলসিয়াস (৮ ফারেনহাইট) বেশি।