কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরের পর্দা তুলতে আয়োজকরা বেছে নিয়েছেন প্রখ্যাত ফরাসি নির্মাতা লিও ক্যারাক্সের ‘অ্যানেট’।দক্ষিণ ফ্রান্সের সাগরপাড়ের শহর কানে পালে দে ফেস্টিভালের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে আগামী ৬ জুলাই এর পয়লা প্রদর্শনী হবে। সিনেমার ‘মক্কা’খ্যাত এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই ছবিটি দেখানো হবে। একইদিন এটি মুক্তি পাবে ফ্রান্সের প্রেক্ষাগৃহে।
কান উৎসবের অফিসিয়াল ফেসবুক পেজে ‘অ্যানেট’-এর ট্রেলার শেয়ার করা হয়েছে। সমকালীন লস অ্যাঞ্জেলসের পটভূমিতে নির্মিত সংগীতনির্ভর ছবিটির গল্প হেনরি ও অ্যান দম্পতিকে ঘিরে। হেনরি রসিক স্ট্যান্ড-আপ কমেডিয়ান আর অ্যান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়িকা। আপাতদৃষ্টিতে তারা পরিপূর্ণ, সুখী ও আকর্ষণীয় যুগল। প্রথম সন্তান অ্যানেট অন্যরকম এক উপহার নিয়ে জন্মের পরই হেনরি-অ্যানের জীবন বদলে যায়।
কান উৎসবের প্রতিযোগিতা বিভাগে থাকবে ‘অ্যানেট’। এটি তার ষষ্ঠ ও ইংরেজি ভাষার প্রথম ছবি। এতে হেনরি ও অ্যানের ভূমিকায় থাকছেন যথাক্রমে আমেরিকান অভিনেতা অ্যাডাম ড্রাইভার ও ফরাসি অভিনেত্রী মারিয়ন কঁতিয়ার্দ। এর অন্যতম প্রযোজক অভিনেতা অ্যাডাম ড্রাইভার। ছবিটিতে ব্যবহার হয়েছে আমেরিকার রন ও রাসেল মায়েল ভ্রাতৃদ্বয়ের সত্তর দশকে গড়া পপ ব্যান্ড স্পার্কসের গান। তারাই ছবিটির চিত্রনাট্য লিখেছেন। রাসেল মায়েল একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া দেখা যাবে বেলজিয়ান গায়িকা অ্যাঞ্জেলকে।
লিও ক্যারাক্সের সবশেষ ছবি ‘হলি মোটরস’ ৯ বছর পর আগে কান উৎসবের প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছিল। দর্শকরা এতে জাদুবাস্তবতা ও দৈনন্দিন জীবনকে ফ্যান্টাসিতে রূপান্তর করা স্বাদ পেয়েছেন। দূরদর্শী ও ব্যতিক্রম এই নির্মাতা ৩৫ বছর ধরে ফরাসি সিনেমাকে অনেক দৃষ্টিনন্দন মুহূর্ত উপহার দিয়েছেন লিও ক্যারাক্স। কল্পনার সাগরে ভেসে সেলুলয়েডে কবিতা বুনেছেন তিনি। মাত্র ২৪ বছর বয়সে জাদুময় প্যারিসের শহুরে ও রাত্রিকালীন সৌন্দর্য তুলে ধরতে একটি ট্রিলজি নির্মাণে হাত দেন লিও ক্যারাক্স। এর মধ্যে সাদাকালো ছবি ‘বয় মিটস গার্ল’ (১৯৮৪) ছিল জ্যঁ ক্যঁকতো ও গদারের সিনেমা এবং নির্বাক যুগের চলচ্চিত্রের প্রতি তার সম্মান।
১৯৮৬ সালে হৃদয়ছোঁয়া ছন্দ ও ভালোবাসার কাব্য ‘ব্যাড ব্লাড’ ছবির মাধ্যমে আন্তর্জাতিক পরিচিতি পান লিও ক্যারাক্স। এতে অভিনয় করেছেন জুলিয়েট বিনোশ, মিশেল পিকোলি ও দেনি লাভ্যেঁ। লিও ক্যারাক্সের সবচেয়ে ব্যয়বহুল কাজ ‘দ্য লাভারস অন দ্য ব্রিজ’ ১৯৯১ সালের কান উৎসবে প্রতিযোগিতার বিভাগের বাইরে প্রিমিয়ার হয়। তিন বছর ধরে এর চিত্রায়ন হয়েছিল। ছবিটি ফরাসি সিনেমায় অন্যরকম এক সংযোজন। এর গল্প দুই ভবঘুরে অ্যালেক্স ও মিশেলের প্রেমকে ঘিরে। স্ট্রিট পারফরমার অ্যালেক্স মদ ও ঘুমের ওষুধে আসক্ত। চিত্রশিল্পী মিশেল এমন একটি রোগে আক্রান্ত যা তাকে ধীরে ধীরে দৃষ্টিহীন করে দিচ্ছে। এ দুটি চরিত্রে অভিনয় করেছেন জুলিয়েট বিনোশ ও দেনি লাভ্যেঁ।
এরপর আট বছরের নীরবতা ভেঙে ১৯৯৯ সালে ‘পলা এক্স’ ছবির মাধ্যমে কানের প্রতিযোগিতা বিভাগে ফেরেন লিও ক্যারাক্স। ১৮৫২ সালে প্রকাশিত আমেরিকান ঔপন্যাসিক হারমান মেলভিলের ‘পিয়ের; অর, দ্য অ্যাম্বিগুয়েটিস’ অবলম্বনে তৈরি হয়েছে এটি। এতে অভিনয় করেন ক্যাথেরিন দেন্যুভ, ইয়েকাতেরিনা গোলুবেভা ও গিয়ম দ্যুপার্দিউ। ২০০৮ সালে আঁ সাঁর্তা রিগার বিভাগে স্থান পাওয়া সংকলিত ছবি ‘টোকিও!’র তিন নির্মাতার একজন ছিলেন লিও ক্যারাক্স। অন্য দু’জন হলেন মিশেল গন্ড্রি ও বং জুন-হো। তিনজনই জাপানের বাইরের পরিচালক।
কানের সভাপতি পিয়েরে লেসকিউর বলেন, “লিও ক্যারাক্সের প্রতিটি সিনেমা একেকটি ইভেন্ট। এবারেরটিও ব্যতিক্রম নয়। ‘অ্যানেট’ সিনেমা, সংগীত ও সংস্কৃতিপ্রেমীদের জন্য সেই উপহার যা গত একবছর ধরে আমরা সবাই আশা করছি।” উৎসবের জেনারেল ডেলিগেট থিয়েরি ফ্রেমো বলেন, ‘পালে দে ফেস্টিভালে সিনেমা ও রুপালি পর্দার পুনর্মিলন এর চেয়ে সুন্দর ভাবা যায় না! ক্যারাক্সের সিনেমার আবহ যেন তৈরি করে সিনেমার আধুনিকতা ও চিরন্তন নিগুঢ় অভিব্যক্তি।
কানের ৭৪তম আসরের অফিসিয়াল সিলেকশন ঘোষণা করা হবে আগামী মাসের শেষ সপ্তাহে। যদিও কানের আর্টিস্টিক পরিচালক থিয়েরি ফ্রেমো নিশ্চিত করেছেন, ২০২০ সালের উৎসবের অফিসিয়াল সিলেকশনে রাখা ওয়েস অ্যান্ডারসনের ‘দ্য ফ্রেঞ্চ ডিসপাচ’ এবং পল ভারহোয়েভেনের ‘বেনেডেট্টা’ এবারও থাকবে। এবারের আয়োজনে বিচারকদের নেতৃত্ব দেবেন মার্কিন কৃষ্ণাঙ্গ পরিচালক স্পাইক লি। ১৭ জুলাই উৎসবের সমাপনীতে তিনিই স্বর্ণপাম জয়ী ছবির নির্মাতার নাম ঘোষণা করবেন।
কান উৎসব সাধারণত মে মাসের মাঝামাঝি হয়ে থাকে। কিন্তু করোনা মহামারির কারণে আয়োজকরা দুই মাস পিছিয়ে দেওয়া হয়েছে এই আয়োজন। তবে মার্শে দ্যু ফিল্ম মে মাসেই ভার্চুয়ালি হবে। আয়োজকদের আশা, অফিসিয়াল সিলেকশনের সব প্রদর্শনীতে তারকা ও দর্শক উপস্থিতি রাখা যাবে। যদিও গত ৩ এপ্রিল থেকে সারা ফ্রান্সে লকডাউনের কারণে প্রেক্ষাগৃহ বন্ধ রয়েছে।