বাবা মানে যেমন স্নেহের পরশ, তেমনই প্রয়োজনে শাসন। বাবা-সন্তানের সম্পর্কে যেন অন্যান্য অনেক সম্পর্কের চেয়ে অনেক বেশি স্তর থাকে। রাগী বাবা থেকে মজাদার বাবা, বলিউডের একাধিক ছবিতে বারবার উঠে এসেছে বাবার সঙ্গে সন্তানের নানারকম রসায়ন। বাবা দিবসে বাবার সঙ্গে বসে আরও একবার দেখে নেওয়া যেতেই পারে এই ৫ ছবি।
পিকু
কাপুর অ্যান্ড সন্স
এক ভাঙাচোরা পরিবার কীভাবে একজন মৃত্যুপথযাত্রী বাবার আবদার মেটাতে এল একই ছাদের তলায়— সেই গল্পই বলা হয়েছে ‘কাপুর অ্যান্ড সন্স’ ছবিতে। বৃদ্ধ বাবার চরিত্রে এই ছবিতে ঋষি কাপুরের অভিনয় ভোলা যাবে না অনেকদিন।
কুছ কুছ হোতা হ্যায়
রাহুল-টিনা অঞ্জলির সেই সাড়া জাগানো ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’কে অনেকেই নিখাদ প্রেমের ছবি বলেন। তবে, সেই ছবিতে শাহরুখ আর তার ছোট্ট মেয়ের সম্পর্ক এই ছবির এক অন্যতম সম্পদ। মেয়ের টানে এসেই ফের নিজের হারানো প্রেম খুঁজে পান শাহরুখ। ফলে, ভ্যালেন্টাইনস-ডে থেকে ফাদার্স-ডে আজও টেলিভিশনে হিট এই ছবি।
কাভি খুশি কাভি গাম
বলিউডে বাবার চরিত্র নিয়ে যতবার আলোচনা হবে ততবার উঠে আসবে ‘কাভি খুশি কাভি গম’ ছবির কথা। সন্তানের মঙ্গল চাইতে গিয়ে নিজের জেদকে প্রাধান্য দেওয়া এক কঠোর বাবার চরিত্রে অমিতাভ বচ্চনের অভিনয় চলচ্চিত্রপ্রেমীরা ভুলবেন না কখনও।
পা
বাবা-ছেলের ভূমিকা সম্পূর্ণ উল্টে গিয়েছিল অমিতাভ-অভিষেক অভিনীত ‘পা’ ছবিতে। একটি প্রোজেরিয়া রোগে আক্রান্ত ১৩ বছরের কিশোরের ভূমিকায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। মৃত্যু পথযাত্রী অরো ওরফে অমিতাভ বচ্চনের সঙ্গে ছেলে অভিষেকের বাবার ভূমিকায় এক অন্যরকম রসায়ন মন ছুঁয়ে গিয়েছিল সকলেরই।