ময়মনসিংহের ভালুকায় চলন্ত বাসে এক নারী পোশাকশ্রমিককে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ওই নারী নিজেকে রক্ষা করতে বাস থেকে লাফ দিয়ে রাস্তায় পড়েন। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ জুন) রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার মায়ের মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, কাজ শেষে ওই পোশাকশ্রমিক বাসায় ফিরছিলেন। পথে অন্য যাত্রীরা নেমে গেলে ওই নারী একা হয়ে যান। এ সুযোগে বাসচালক, হেলপারসহ তিনজন ওই নারীকে ধর্ষণচেষ্টা করেন। ওই নারী কোনো উপায় না পেয়ে বাস থেকে লাফ দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে ভালুকার একটি ক্লিনিকে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ভোরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, অভিযান চালিয়ে চালক, হেলপারসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভালুকা থানায় মামলার প্রক্রিয়া চলছে।