কক্সবাজারের টেকনাফে পাত্রী দেখতে গিয়ে তিনবন্ধু হত্যা মামলার প্রধান আসামি ইসমাইলকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ জুন) সকালে এসব তথ্য নিশ্চিত করেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হালিম।
গ্রেফতার ইসমাইল (৪১) টেকনাফের হাবিরছড়া এলাকার মৃত নুর মোহাম্মদ এর ছেলে।
এ ঘটনায় ১০ মে টেকনাফ মডেল থানায় মামলা করা হয়। মামলায় ইসমাইলকে প্রধান আসামি করা হয়।
আব্দুল হালিম বলেন, এ ঘটনায় মামলা রুজু হওয়ার পর পুলিশ সুপারের নির্দেশনায় টেকনাফ থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে একাধিকবার গহীন পাহাড়সহ বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এর মধ্যে টেকনাফ থানা পুলিশ ভিকটিম রুবেলের ব্যবহৃত মোবাইল ফোনসহ দুইজন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ব্যবস্থা করে। আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে দমদমিয়া গহীন পাহাড় থেকে ভিকটিমদের মৃতদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় স্থানীয় ও কিছু রোহিঙ্গা সন্ত্রাসী জড়িত রয়েছে। মামলায় আজ অবধি ৬ জন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলা তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে টেকনাফ থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানান ওসি।