আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে চালকের আসনে বাংলাদেশ। মিরপুরে আজ সফরকারীদের বিপক্ষে ৩৭০ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনের শুরু করে টাইগাররা। দ্বিতীয় দিনে মাত্র ৩৯ ওভারে ১৪৬ রানেই অলআউট হয়ে যায় আফগানিস্তান। এদিকে ফলোঅন করানোর সুযোগ থাকলেও তা না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওয়ানডে মেজাজে খেলে ইতিমধ্যে বড় সংগ্রহের পথে লিটন দাসরা।
দিনের শুরুতে নাজমুল শান্ত ও জাকির হাসানের জুটি দুইশত রান পেরিয়ে যাওয়ার আগে রান আউটের ফাঁদে পড়েন ওপেনার জাকির। তবে একদিকে দাঁড়িয়ে থেকে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও শতক তুলে নেন শান্ত। অপরদিকে ম্যাচ শুরু আগে আজ সকালে ব্রডকাস্টারদের সঙ্গে কথা বলেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
আফগানিস্তানকে কত বড় লক্ষ্য দিতে চায় বাংলাদেশ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যদি আমাদের কথা বলেন, তাহলে আমরা সারাদিন ব্যাট করতে চাই। এমন কন্ডিশনে কীভাবে ব্যাট করি এটা দেখতে চাই। কারণ একটাই টেস্ট হবে। এখন অবধি কোনো লক্ষ্য নেই। ’