আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে চালকের আসনে বাংলাদেশ। প্রথম ইনিংসে দুর্দান্ত শতকের পর দ্বিতীয় ইনিংসেও দাপুটে সেঞ্চুরি করেছেন নাজমুল শান্ত। অপরদিকে দুই বছরের বেশি সময় পরে টেস্ট সেঞ্চুরি পেয়েছেন মুমিনুল হক। এছাড়া জাকির হাসান ও লিটন দাসের ফিফটিতে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৪২৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। ফলে আফগানিস্তানের সামনে ৬৬২ রানের পাহাড়সম লক্ষ্য দাঁড়িয়েছে। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ১১ বলের ব্যবধানে দুই উইকেট হারিয়ে বিপদে পড়লেও হাশমতউল্লাহ শাহিদি ও সহ-অধিনায়ক রহমত শাহের ব্যাটে ঘুরে দাঁড়িয়ে ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ৪৫ রান সংগ্রহ করে আফগানরা।
ঢাকা টেস্ট জিততে হলে আফগানিস্তানকে ইতিহাস গড়তে হবে ৬৬২ রানের পাহাড়সম লক্ষ্যের। বড় লক্ষ্য মাথায় নিয়ে তৃতীয় দিনের শেষ সেশনে মাঠে নেমে প্রথমেই হোঁচট খেয়েছে সফরকারীরা। প্রথম বলেই উইকেট হারিয়ে বসে তারা।
শরীফুল ইসলামের ফুললেংথের বল মিস করে যান ইব্রাহিম জাদরান। আম্পায়ার এলবিডব্লিউর সিদ্ধান্ত জানিয়ে দেন। আম্পায়ার ক্রিস ব্রাউনের এলবিডব্লিউর সিদ্ধান্ত রিভিউ করেছিলেন। তবে সেটি কাজে আসেনি। ফলে শূন্য রানে সাজঘরে ফেরেন ওপেনার ইব্রাহিম জার্দান।
এরপর ইনিংসের দ্বিতীয় ওভারের পঞ্চম বলেই আরেক ওপেনারকে ফেরান আগের ইনিংসে খরুচি বোলিং করা তাসকিন। টাইগার পেসারের অফ স্টাম্পের বাইরে গুড লেংথের ডেলিভারি কভার ড্রাইভের চেষ্টা করেন আব্দুল মালিক। বল তার ব্যাটের বাইরের কানায় লেগে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। ফলে ৫ রান করে ফেরেন এই ওপেনার।
বিশাল লক্ষ্য তাড়ায় প্রথম দুই ওভারে দুই ওপেনারকে হারিয়ে বিপদে আফগানিস্তান।