অস্কারজয়ী ব্রিটিশ অভিনেত্রী গ্লেন্ডা জ্যাকসন আর নেই। তিনি ১৫ জুন সকালে লন্ডনে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
বেশ কিছুদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন গ্লেন্ডা। বিষয়টি জানিয়েছেন তার সহকারী লিওনেল লার্নার। তিনি জানান, লন্ডনের বাড়িতে বৃহস্পতিবার কিছুটা অসুস্থ হয়ে পড়েন গ্লেন্ডা। এরপর মারা যান তিনি।
এ সময় দুঃখ প্রকাশ করে সহকারী আরও জানান, সদ্য ‘দ্য গ্রেট এস্কেপার’ সিনেমার শুটিং শেষ করেছিলেন গ্লেন্ডা। এ ছবিতে তার সঙ্গে পর্দা ভাগ করেছেন মাইকেল কেন। কিন্তু ছবিটি দেখা যাওয়া হলো না তার। মুক্তির আগেই না ফেরার দেশে চলে গেলেন।
১৯৩৬ সালে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের বিরখেনহেডে জন্ম গ্লেন্ডার। লন্ডনের রয়্যাল অ্যাকাডেমি অফ ড্রামাটিক আর্ট-এ অভিনয়ের প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি। ১৯৬০ থেকে সত্তরের দশকের সবচেয়ে বড় ব্রিটিশ তারকাদের একজন হয়ে উঠেছিলেন গ্লেন্ডা।
তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য ছবি দুটি হলো ‘উইমেন ইন লাভ’ও ‘আ টাচ অফ ক্লাস’ । এই ছবি দুটি তার ঝুলিতে দুইবার অস্কার এনে দেয়। মাঝে অভিনয় ছেড়ে রাজনীতিতে জড়িয়েছিলেন গ্লেন্ডা। ইংল্যান্ডের পরিবহন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। শেষ বয়সে সব ছেড়েছুড়ে ফিরেছিলেন অভিনয়ে। তারপর থেকে এই অঙ্গনেউ নিয়মিত ছিলেন গ্লেন্ডা।