ভারতের কোটিপতিরা অন্য দেশে চলে যাচ্ছেন। কেন দেশটির ধনীদের মধ্যে দেশ ছাড়ার প্রবণতা বাড়ছে? এর কারণ, ধনী ভারতীয়রা প্রথম বিশ্বে গিয়ে থিতু হওয়ার চেষ্টা করছেন।
‘হেনলি প্রাইভেট ওয়েলথ মাইগ্রেশন রিপোর্ট ২০২৩’ অনুসারে, গত এক বছরের হিসাবে ভারত ছাড়তে চলেছেন অন্তত ৬,৫০০ জন ‘মিলিয়নেয়ার’! তাদের সম্পদের পরিমাণ অন্তত এক মিলিয়ন বা ১০ লাখ ডলার অর্থাৎ, আট কোটি ভারতীয় রুপি।
গত ডিসেম্বরে আন্তর্জাতিক সমীক্ষা সংস্থা ‘হেনলি এবং পার্টনার্স’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছিল, রাশিয়া, চীন ও ভারতের কোটিপতিদের মধ্যে দেশ ছাড়ার প্রবণতা গত কয়েক বছর ধরে দ্রুত বেড়েছে।
সাম্প্রতিক রিপোর্ট অবশ্য বলছে, সেই প্রবণতা গত এক বছরে সামান্য হলেও কমেছে। কারণ, তার আগের এক বছরে দেশ ছেড়েছিলেন ৭,৫০০ জন ভারতীয় কোটিপতি। চলতি বছরে তা অন্তত এক হাজার কমেছে। ওই তালিকায় প্রথম স্থানে থাকা চীন থেকে গত এক বছরে ১৩ হাজার ৫০০ জন কোটিপতি বিদেশে পাড়ি দিয়েছেন।
ওই আন্তর্জাতিক সমীক্ষা সংস্থার রিপোর্ট বলছে, দেশত্যাগী ভারতীয় কোটিপতিদের মূল গন্তব্য দুবাই ও সিঙ্গাপুর। কর সংক্রান্ত সুযোগ-সুবিধার কারণেই তারা ওই দুই দেশে যাচ্ছেন। তা ছাড়া ‘নয়া গন্তব্য’ হিসেবে জনপ্রিয় হয়ে উঠছে অস্ট্রেলিয়াও।
‘নিউ ওয়ার্ল্ড ওয়েলথ’-এর গবেষণা বিভাগের প্রধান অ্যান্ড্রু অ্যামোয়েলসের দাবি, ভারতীয় কোটিপতিদের দেশ ছাড়ার এই প্রবণতা তেমন উদ্বেগজনক নয়। কারণ, অনেক ধনী ভারতীয় দেশ ছাড়লেও তারই পাশাপাশি তৈরি হয়েছেন অনেক নতুন কোটিপতি। ফলে শূন্যস্থান পূরণ হয়েছে দ্রুত।