ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এখনও অবধি ১৬টি সংস্করণের খেলা হয়েছে। এর মধ্যে পাঁচ বার করে শিরোপা ঘরে তুলে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। কিন্তু এর মধ্যে দুই বছর বহিষ্কার ছিল চেন্নাই। তখন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়েও জল্পনা হয়েছিল। তার বিরুদ্ধে অপ্রীতিকর মন্তব্য এবং আদালত অবমাননার দায়ে আইপিএস অফিসার সম্পথ কুমারের বিরুদ্ধে মামলা করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। শুধু তাই নয়, ধোনি সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিরুদ্ধে মন্তব্য এবং তাঁর বিরুদ্ধে মানহানির জন্য ১০০ কোটি টাকার ক্ষতিপূরণও দাবি করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। মাদ্রাস হাইকোর্টে সেই মামলার শুনানি হবে বৃহস্পতিবার ১৫ জুন।
২০১৩ সালে আইপিএলে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছিল। সেই তদন্তের পরে চেন্নাইকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছিল। এই ঘটনায় ধোনির নাম নিয়েছিলেন তামিলনাড়ু ক্যাডারের আইপিএস অফিসার সম্পথ কুমার।
আর এ নিয়ে আদালতে অভিযোগ আনে মাহি, তার নাম নিয়ে আদালত অবমাননা করেছিলেন সম্পথ। এবং ইচ্ছা করেই তাঁর নাম নেওয়া হয়েছিল। এতে তার সম্মানহানি হয়েছে। তাই সম্পথের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন তিনি।
মামলা করার আগে তামিলনাড়ুর অ্যাডভোকেট জেনারেল আর শন্মুগসুন্দরমকে চিঠিতে সব কিছু জানিয়েছিলেন ধোনি। তিনি ধোনির আবেদন মেনে নিয়ে তাকে মামলা করার অনুমতি দিয়েছিলেন। তিনিও ধোনির সঙ্গে একমত যে বিচারাধীন বিষয়ে মুখ খুলে আদালত অবমাননা করেছিলেন সম্পথ।
২০১৩-১৪ সালে আইপিএলে হঠাৎ করেই ম্যাচ গড়াপেটার কথা জানা যায়। তাতে নাম জড়ায় চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের। চেন্নাইয়ের মালিক নারায়ণস্বামী শ্রীনিবাসন ও তার জামাই গুরুনাথ মেইয়াপ্পন এবং রাজস্থানের মালিক রাজ কুন্দ্রার নাম উঠে আসে। তদন্তের পরে ২০১৬ ও ২০১৭ সালে এই দুই দলকে বহিষ্কার করা হয়। পরে ২০১৮ সাল থেকে আবার আইপিএলে খেলছে এই দুই দল।
এদিকে সিএসকে আইপিএলে ফেরার পর ধোনির নেতৃত্বেই খেলে চেন্নাই সুপার কিংস। গড়াপেটা কান্ড থেকে সম্মান পুনরুদ্ধার করেছিল সুপার কিংস। সদ্য সমাপ্ত আইপিএলের ১৬তম সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছে মাহির চেন্নাই। ফাইনালে ২০২২ সালের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সকে শেষ বলে হারায় সিএসকে। সব মিলিয়ে চেন্নাই সুপার কিংস এবং মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে পঞ্চম ট্রফি।