সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার প্রবণতা রয়েছে ভারতের রাজনীতিবিদ ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেছেন। সেখানে গিয়ে ভারতীয়দের ট্রাকে চেপে পাড়ি দিয়েছেন ১৯০ কিলোমিটার পথ। সেই সময়ে ট্রাক চালকদের আয় শুনে চমকে জান তিনি।
ভারতীয় ট্রাক চালকের সঙ্গে গল্প করতে করতেই ওয়াশিংটন ডিসি থেকে নিউইয়র্ক পাড়ি দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সাংসদ পদ খারিজ হওয়ার পর সাধারণ ভারতীয় হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যান তিনি।
ট্রাকযাত্রার ভিডিও নিজের টুইটারে পোস্ট করেছেন কংগ্রেস নেতা। সেখানে দেখা যাচ্ছে, তালিজিন্দর সিং নামে এক ভারতীয় ড্রাইভারের পাশে বসে কথা বলছেন রাহুল। কংগ্রেস নেতার প্রশ্ন, ‘ট্রাক চালিয়ে কেমন রোজগার হয়?’ উত্তরে তালিজিন্দর জানান, তাদের মাসে আয় হয় ৪-৫ লাখ রুপি। অনেকে ৮ লাখ রুপি পর্যন্ত আয় করতে পারেন।
আরও জানা যায়, চালকদের সুবিধার কথা ভেবেই ট্রাক তৈরি হয় যুক্তরাষ্ট্রে। তালজিন্দরের মুখে এই কথা শুনে রাহুল নিজেও মার্কিন ট্রাকের প্রশংসা করেন। তার মনে পড়ে যায় সম্প্রতি ভারতের হরিয়ানার ট্রাক যাত্রার কথা। সেই প্রসঙ্গ উল্লেখ করে রাহুলের মন্তব্য, ‘এখানে তো চালকদের আরামের কথা মাথায় রেখে ট্রাক তৈরি হয়। কিন্তু ভারতে বিষয়টি একেবারে উলটো।’
ভারতে ট্রাক চালাতে গেলে অনেক বেশি সমস্যার মোকাবেলা করতে হয় বলে জানিয়েছেন তালজিন্দর। যুক্তরাষ্ট্র সফর সেরে ভারতে ফিরেছেন কংগ্রেস নেতা।