আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যেখানে বাদ পড়েছেন চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে স্থানীয় ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা এলিটা কিংসলে। আবাহনী লিমিটেডের হয়ে ৯ গোল করে শীর্ষে আছেন তিনি। তবে বর্তমানে কম্বোডিয়া অবস্থান করছে জামাল ভূঁইয়ারা।
সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ ফুটবল দল এখন কম্বোডিয়ায় রয়েছে। মূল ম্যাচে মাঠে নামার আগে আজ একটি অনুশীলন ম্যাচ খেলেছে তারা। যেখানে কম্বোডিয়ার লিগের ক্লাব টিফি আর্মির বিপক্ষে ১-০ গোলে জিতেছে বাংলাদেশ।
ম্যাচের ১২তম মিনিটে গোল করে শুরুতেই দলকে লিড এনে দেন সোহেল রানা। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় বাংলাদেশ ১-০ গোলে জিতে। এই ম্যাচটি আন্তর্জাতিক না হলেও বাংলাদেশের জার্সিতে প্রথম গোল করে খুশি সোহেল রানা, ‘যদিও এটি আন্তর্জাতিক গোল নয়, তারপরও আমার গোলে বাংলাদেশ জিতেছে এতে আমি খুবই খুশি।’
জাতীয় দলের স্পেনিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বলেন, ‘আমরা গোল হজম করতে চাই না। সাফেও এটা আমাদের অন্যতম উদ্দেশ্যে। আজ সেই মিশনেই নেমেছি। আমাদের রক্ষণ খুব ভালো হয়েছে।’
টিফি আর্মি দলে বিদেশি চার জন খেলোয়াড় ছিল। তাই ম্যাচটি বেশ প্রতিদ্বন্দীতাপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূইয়া, ‘এটা আমাদের জন্য খুব ভালো ম্যাচ হয়েছে। আমরা কোনো গোল হজম করিনি। বল পজিশন ও আক্রমণে আমরা ভালোই এগিয়ে ছিলাম।’
কম্বোডিয়া জাতীয় দলের বিপক্ষে ১৫ জুন বাংলাদেশের ফিফা প্রীতি ম্যাচ।