গত ২৫ মে অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের চেয়েও আগামীকাল অনুষ্ঠেয় খুলনা ও বরিশালের নির্বাচন ভালো হবে বলে আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান। এই দুই সিটি করপোরেশন নির্বাচনে কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
রোববার (১১ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আহসান হাবিব খান এসব কথা বলেন।
সাংবাদিকদের আহসান হাবিব খান বলেন, ‘খুলনা ও বরিশাল সিটি নির্বাচনের প্রতিটি পদক্ষেপেই আমরা তীক্ষ্ণ নজর রাখছি। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সবধরনের পদক্ষেপ নিয়েছি। ভোটের দিনও আমরা সরাসরি সিসি ক্যামেরায় এই নির্বাচন পর্যবেক্ষণ করব।’
ভোটে সবার জন্য নির্বাচন কমিশন সমান সুযোগ তৈরি করতে পেরেছে এমন দাবি করে এই নির্বাচন কমিশনার বলেন, ‘আমাদের বার্তা স্পষ্ট ছিল, আমরা সবার জন্য সমান সুযোগ তৈরি করেছি। একই সঙ্গে নির্বাচনি প্রচারণায় অনিয়ম এবং বিশৃঙ্খলাকারীদের কোনো ধরনের ছাড় দিইনি।’
খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে নির্বাচন হবে আগামীকাল সোমবার (১২ জুন)। নির্বাচনের প্রচার-প্রচারণা ইতোমধ্যে শেষ হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম।
একসঙ্গে দেশের পাঁচটি সিটি করপোরেশনে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর মধ্যে গত ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটের হারও ছিল মোটামুটি সন্তোষজনক। আগামী ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে নির্বাচন হওয়ার কথা রয়েছে। আগামী বছরের শুরুতে জাতীয় সংসদ নির্বাচনের আগে এই পাঁচ সিটি নির্বাচনকে নির্বাচন কমিশনের জন্য এসিড টেস্ট হিসেবে দেখা হচ্ছে।