ইউক্রেনের ওডেসা শহরে রুশ ড্রোন হামলায় মোট ২৯০টি অ্যাপার্টমেন্ট বিধ্বস্ত হয়েছে। রোববার স্থানীয় গণমাধ্যমগুলো এ তথ্য দিয়েছে।
ওডেসা সিটি কাউন্সিল জানিয়েছে, যেখানে ১১টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অসংখ্য অ্যাপার্টমেন্ট বিধ্বস্ত হয়েছে।
দেশটির শিক্ষা বিভাগের প্রধান ওলেনা বুয়েনেভিচের বরাত দিয়ে ইউক্রিনফর্ম জানিয়েছে, দু‘টি স্কুল ও তিনটি কিন্ডারগার্টেনে আঘাত হানে রুশ ড্রোন।
স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুসারে, শুক্রবার রাতে রুশ হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ওডেসায় তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, ভূপাতিত করা রুশ ড্রোনের টুকরোগুলো কৃষ্ণসাগরের বন্দর সংলগ্ন শহরের একটি আবাসিক ভবনে আছড়ে পড়ে এবং তাতে আগুন ধরে যায়।
জরুরি সেবা সংস্থাগুলো জানিয়েছে, তিন শিশুসহ ২৭ জন আহত হয়েছেন এবং আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে। তারা বলেন, ভবন থেকে ১২ জনকে উদ্ধার করা হয়েছে।
এদিকে পোলতাভার মধ্যাঞ্চলে একটি বিমানঘাঁটি লক্ষ্য করে রাতভর হামলা চালায় রাশিয়া।
ইউক্রেনের বিমান বাহিনী অভিযোগ করেছে, ওডেসা অভিযান ছয় ঘণ্টা স্থায়ী হয়েছে এবং তাতে আটটি স্থল-ভিত্তিক ক্ষেপণাস্ত্র এবং ৩৫টি ড্রোন ব্যবহার হয়েছে।
দেশটির বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো ২০টি রুশ ড্রোন এবং দু’টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে।
ছবিতে দেখা গেছে ওডেসায় একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে একটি কক্ষ ধ্বংসাবশেষে ভরে যায়। ঘরটির জানালাও উড়ে গেছে। অন্যরা মাটিতে একটি বড় গর্ত দেখান।
পোলতাভা মধ্যাঞ্চলের একটি বিমানঘাঁটিও শনিবার রুশ হামলার শিকার হয়েছে। স্থানীয় গভর্নর বলেছেন যে সেখানে ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন হামলাও হয়েছে।
তিনি বলেন, এটি বিমান ঘাঁটির অবকাঠামো ও যন্ত্রপাতির ক্ষতি করেছে।
ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর-পূর্ব খারকিভ অঞ্চলে পৃথক রুশ হামলায় ২৯ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।