নিখোঁজের একদিন পর সিরাজগঞ্জের ফুলজোড় নদী থেকে শামীম (১১) নামে পঞ্চশ শ্রেণির এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ জুন) সকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদীতে শামীমের মরদেহ ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করা হয়।
নিহত শামীম বগুড়া জেলার ধনুট উপজেলার হিজুলী গ্রামের জিয়ারুল হকের ছেলে। সে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া পৌর এলাকায় নানা জহরুল ইসলামের বাড়ি থেকে লেখাপড়া করতো।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুরে চার বন্ধু খেলা শেষে তারা ফুলজোড় নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা নদীতে নিখোঁজ হয়। পরে এলাকাবাসী নদীতে নেমে তিন শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করলেও স্কুল ছাত্র শামীমকে পাওয়া যায়নি। রোববার সকালে নদীতে তার মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে শিশু শামীমের নানার বাড়ির লোকজন এসে মরদেহ শনাক্ত করে উদ্ধার করেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মো. সিদ্দিকুল ইসলাম বলেন, শনিবার নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র শামীম নিখোঁজ হয়। রোববার সকালে তার মরদেহ নদীতে ভেসে উঠে। পরে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।