অনিল কাপুরের কন্যা হিসেবে স্টারকিড হিসেবে পরিচিত ছিলেন সোনম কাপুর। পরে বলিউড তারকা হিসেবে পরিচিতি পান তিনি। যদিও ক্যারিয়ারে সফল চলচ্চিত্রের সংখ্যা হাতেগোনা। তবে ফ্যাশন দুনিয়ায় বেশ চাহিদা রয়েছে তার।
অগণিত ব্র্যান্ডের মুখ হয়েছেন সোনম। ফলে তার আয়ের পরিমাণও বেশ। ৩৮ বছর বয়সে মালিক বনে গেছেন পাহাড় সমান অর্থবিত্তের। যার পরিমাণ প্রায় এক শ কোটি রুপি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
লাইফস্টাইল এশিয়ার রিপোর্ট অনুযায়ী, ৯৫ কোটি টাকার সম্পত্তি রয়েছে সোনম কপুরের। এদিকে কারনলেজ ডট কমের রিপোর্ট অনুযায়ী, চলতি বছরে ১১৫ কোটির ব্যাংক ব্যালেন্স রয়েছে তার। বছরে ১২ কোটিরও বেশি টাকা আয় করেন তিনি। সেই হিসাব অনুযায়ী, সোনম কপুরের মাসিক আয় এক কোটির বেশি।
বিজ্ঞাপন থেকেও মোটা টাকা আয় করেন সোনম। এটিই তার আয়ের মূল উৎস। ল’রিয়েল প্যারিস, কল্যাণ জুয়েলার্স, স্নিকার্স, মাস্টারকার্ড ইন্ডিয়া, কোলগেট সহ একাধিক জনপ্রিয় ব্র্যান্ডের মুখ সোনম।
স্বামী আনন্দ আহুজার সঙ্গে ভেজ নন ভেজ এবং ভানে নামের দুটি ব্র্যান্ড লঞ্চ করেছেন তিনি। ভানে মূলত ক্লোদিং ব্র্যান্ড। আর ভেজ নন ভেজ ভারতের প্রথম মাল্টি ব্র্যান্ড স্নিকার বুটিক।
এছাড়াও বোন রিয়া কপুরের সঙ্গে রেসোন নামের একটি পোশাকের ব্র্যান্ড খুলেছেন অভিনেত্রী। রিয়েল এস্টেটে বিনিয়োগ করতেও পছন্দ করেন অনিল কপুরের সুযোগ্য এই কন্যা।