রাজধানীর শাহজাহানপুর থেকে সংঘবদ্ধ অবৈধ মানবপাচারকারী চক্রের মূলহোতা মো. আক্তার হোসেন খন্দকার ওরফে শানু এবং তার অন্যতম সহযোগী তাকবীর হোসেন সবুজকে গ্রেফতার করেছে র্যাব-৩।
বৃহস্পতিবার (৮ জুন) র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোমানিয়া পাঠানোর কথা বলে শতাধিক ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা আত্মসাৎকারী করেছে শানু ও সবুজ। পরে গতকাল রাতে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
অধিনায়ক আরও জানান, আসামিদের জনশক্তি রফতানির কোনো লাইসেন্স না থাকা সত্ত্বেও তারা ভিকটিমদের উচ্চ বেতনে চাকরি, বছরে দুটি বোনাস, থাকা খাওয়া ফ্রীসহ রোমানিয়া পাঠানোর কথা বলে শতাধিক বেকার যুবকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে। এছাড়াও তারা রোমানিয়া প্রেরণ করে সেখানে অবস্থিত তাদের সহযোগিদের মাধ্যমে ভিকটিমদের জিম্মি করে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে মুক্তিপণের জন্য আরো অর্থ দাবি করত।