বিএনপি-জামায়াত আবারও বাংলা ভাইয়ের আবির্ভাব ঘটিয়ে রাজনীতি করতে চায় বলে অভিযোগ তুলেছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
মন্ত্রী বলেছেন, দেশবিরোধী, রাজাকার, আলবদর-আলশামসরা দেশের ভালো চায় না। জামায়াত-বিএনপি আবারও বাংলা ভাইয়ের আবির্ভাব ঘটিয়ে রাজনীতি করতে চায়। আবার বোমাবাজি করতে চায়। আন্দোলনের নামে মানুষ পুড়াতে চায় তারা।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে চাঁপাইনবাবগঞ্জে ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
রেলমন্ত্রী বলেন, সেই সন্ত্রাসী দলগুলো আবার কেন ভোটের মাঠে আসতে চাচ্ছেন? এটা কখনোই সম্ভব হবে না। আওয়ামী লীগ শান্তির দল। সকলকে শান্তি দিতে চায় আওয়ামী লীগ।
নুরুল ইসলাম সুজন বলেন, প্রধানমন্ত্রী জনগণের শক্তিকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন। আগামীতে জনগণের শক্তিকে কাজে লাগিয়ে আবারও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবেন প্রধানমন্ত্রী।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে বন্ধ হওয়া সাঁটল ট্রেনসহ সব ট্রেনগুলো দ্রুত চালুর আশ্বাস দেন রেলমন্ত্রী।
জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব রুহুল আমিন ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা ও জেলা পুলিশ সুপার আব্দুর রাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।