ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে মুখোমুখি হয় এসিএফ ফিওরেন্টিনা ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। আর সেই ফাইনালে দীর্ঘ ৫৮ বছর ইউরোপিয়ান শিরোপা জয়ের আক্ষেপ মোচন করল ইংলিশ ক্লাব ওয়েস্ট হ্যাম। তবে এসব ছাপিয়ে আলোচনায় ম্যাচে ঘটে যাওয়া আরেক কাণ্ড। যা নিয়ে রীতিমতো উত্তপ্ত ফুটবল বিশ্ব।
গতকাল ইডেন এরিনা স্টেডিয়ামে নাটকীয়ভাবে ম্যাচের ৯০ তিম মিনিটে জেরুড বুয়েনের গোলে ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় ওয়েস্ট হ্যাম। আর তাতেই দীর্ঘ ৫৮ বছর পর ইউরোপিয়ান লিগের কোন শিরোপা জিতল ইংলিশ ক্লাবটি।
তবে ফাইনাল ম্যাচের প্রথমার্ধে ওয়েস্ট হ্যাম সমর্থকদের স্ট্যান্ড থেকে ছোড়া বস্তুর আঘাতে আহত হয়েছেন ফিওরেন্টিনা অধিনায়ক ক্রিশ্চিয়ানো বিরাঘি। মাথায় আঘাত পাওয়ার পর তাঁর মাথা থেকে রক্তক্ষরণ শুরু হয়। কিছুক্ষণ খেলা বন্ধ রাখতে হয়।
প্রথমার্ধের সময় একটি কর্নার কিক মারতে যাওয়ার সময় ওয়েস্ট হ্যাম সমর্থকরা বিপক্ষ দলের অধিনায়কের দিকে খালি বিয়ারের ক্যান ও অন্যান্য জিনিস ছুড়তে থাকেন। সেই বস্তুগুলো এসে মাথায় লাগে বিরাঘির। সঙ্গে সঙ্গে তাঁর মাথার পিছন দিকে ফেটে রক্তপাত হতে থাকে। ঘটনার আকস্মিকতায় চমকে যায় সকলে। ছুটে আসেন দুই দলের ফুটবলাররা। রেফারিরাও মাঠের নেমে পড়েন। এই ঘটনার যেরে কিছুক্ষণ বন্ধ রাখতে হয় খেলা।
ক্রিশ্চিয়ানো বিরাঘির রক্তপাত বন্ধ করার জন্য মাথায় ব্যান্ডেজ করতে হয়। স্টেডিয়ামের সমর্থকদের উদ্দেশ্যে বারবার অবাঞ্ছিত বস্তু ফুটবলার এবং মাঠের দিকে ছুড়তে বারণ করতে থাকেন। এই ঘটনার পরে সমর্থকদের আচরণ নিয়ে সমালোচনা করা হচ্ছে সর্বস্তরে। খেলা পুনরায় শুরু হওয়ার আগে ওয়েস্টহ্যাম ফুটবলাররাও তাদের ভক্তদের থামতে অনুরোধ করেন।