সাউথ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় অপহরণ হওয়া বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশেকুর রহমানকে উদ্ধার করা হয়েছে। বুধবার (৭ জুন) তাকে উদ্ধার করা হয়।
বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।
এআইজি জানান, গতকাল (৬ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় এসআই আশেকুর অপহৃত হন। পরবর্তী সময়ে মিশন কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে। সাউথ সুদানের মালাকাল টিম সাইটে নিয়োজিত পুলিশ কম্পোন্যান্টের সঙ্গে নিয়মিত নিরাপত্তা টহলকালে এ ঘটনা ঘটে।
তিনি জানান, এসআই মো. আশেকুর রহমান সুস্থ আছেন। তিনি ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার (আইপিও) হিসেবে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছেন। সাউথ সুদান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ পুলিশের সব শান্তিরক্ষী সুস্থ ও নিরাপদে রয়েছেন।
আশেক চলতি বছরের ২১ এপ্রিল আইপিও হিসেবে দক্ষিণ সুদানে যান। ওই সময় বাংলাদেশ থেকে পুলিশ সুপার (এসপি) থেকে উপ-পরিদর্শক (এসআই) পর্যন্ত বিভিন্ন পদের মোট ১১ জন সদস্য ছিলেন ওই দলে।