রাজধানীর যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সেই সঙ্গে তাদের হেফাজত থেকে অপহৃত দুই কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।
সোমবার (৫ জুন) দুপুরে র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলো- আব্দুর জব্বার (২৭) ও মো. সোহেল (২২)। এরমধ্যে আব্দুর জব্বারকে গতকাল রোববার (৪ জুন) বিকেলে কেরাণীগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এছাড়া একই দিন রাতে যাত্রাবাড়ী এলাকায় পৃথক আরেকটি অভিযানে সোহেলকে গ্রেফতার করা হয়।
লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেফতার আব্দুর জব্বারের বিরুদ্ধে দিনাজপুর জেলার বিরল থানায় গত ২০ এপ্রিল এক কিশোরীকে অপহরণের মামলা করা হয়। এছাড়া গ্রেফতার সোহেলের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় গত ৮ এপ্রিল অপর এক কিশোরীকে অপহরণের আরেকটি মামলা হয়েছে। তারা উভয়ই অপহরণের পর ভিকটিমদের রাজধানীতে নিয়ে আসে এবং আইনশৃঙ্খলা বাহিনী ও ভিকটিমদের পরিবারের নজর এড়াতে পলাতক জীবনযাপন শুরু করে।
এ ঘটনায় গ্রেফতারদের হেফাজত থেকে উদ্ধারের পর ওই দুই কিশোরীকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন র্যাব-৩ এর এই কর্মকর্তা।