নদীর ওপর দিয়ে তৈরি হয়েছে চার লেনের সেতু। কাজও অনেকটাই শেষ হয়ে গিয়েছিল। উদ্বোধনের অপেক্ষায় ছিল সেটি। এমন অবস্থায় হুড়মুড়িয়ে নদীতে ভেঙে পড়েছে সেতুটি।
রবিবার ভারতের বিহার রাজ্যের ভাগলপুরে এই ঘটনা ঘটেছে। সেখানকার গঙ্গা নদীর ওপরে তৈরি করা হচ্ছিল সেতুটি।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এর খবরে বলা হয়েছে, এ নিয়ে দ্বিতীয়বার বিহারে সেতু ভেঙে পড়ার ঘটনা ঘটল। এর আগে বেগুসরাইয়ে মাঝখান থেকে ভেঙে গণ্ডক নদীতে পড়ে গিয়েছিল একটি সেতু।
আগুয়ানি সুলতানগঞ্জের এই সেতুটি এখনও পর্যন্ত উদ্বোধন হয়নি আনুষ্ঠানিকভাবে। ফলে এই ঘটনায় আহত হননি কেউ। তবে তৈরি হওয়ার পরই এইভাবে সেতু ভেঙে পড়ায় নানা মহলে প্রশ্ন উঠছে।
২০১৪ সালে এই সেতু প্রকল্পের উদ্বোধন করেছিলেন নীতিশ কুমার। প্রায় ১৭৫০ কোটি রুপি বাজেট ধার্য করা হয়েছিল সেতুটির নির্মাণকল্পে।