রহস্যময় আওয়াজে ত্রস্ত ভারতের কেরালার একটি গ্রাম। স্থানীয়দের দাবি, মাটির নিচ থেকে বিকট শব্দ ভেসে আসছে। শুক্রবার ভোরে পর পর দু’বার এই শব্দ শোনা গেছে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, কানফাটানো সেই আওয়াজ শোনা গেছে পাশের গ্রামগুলোতেও। রহস্যময় সেই আওয়াজ নিয়ে হুলস্থুল পড়ে কোট্টায়ম জেলার চেনাপ্পাড়ি গ্রাম।
মাটির নিচ থেকে কিসের শব্দ ভেসে আসছে, তা জানতে বিশেষজ্ঞদের ডেকে পাঠানো হয়েছে। কেরালের ভূমি দফতর জানিয়েছে, একটি বিশেষজ্ঞ দল ওই গ্রামে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। কিসের আওয়াজ তা খতিয়ে দেখা হবে।
ভূমি দফতর জানিয়েছে, দিন কয়েক আগেই ওই গ্রামের আশপাশে এক ধরনের শব্দের খবর পেয়েছিল তারা। তারপরই তারা ঘটনাস্থলে গিয়েছিল। সেই একই ধরনের আওয়াজ শোনা গেছে চেনাপ্পাড়ি গ্রামে। তবে আওয়াজটি কিসের তা এখনও চিহ্নিত করা যায়নি।
তারা জানিয়েছেন, সেন্টার ফর আর্থ সায়েন্সেস (সিইএস) কে খবর দেওয়া হয়েছে। এই আওয়াজের নেপথ্যে বিজ্ঞানসম্মত কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখবে সিইএস। তবে প্রাথমিকভাবে ভূমি দফতরের কর্মকর্তারাই আওয়াজটিকে চিহ্নিত করার কাজ করবেন।