সম্প্রতি রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনারের জায়গায় জেলা পরিষদ কর্তৃক মার্কেট নির্মাণের প্রচেষ্টার অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। প্রতিবাদ জানিয়েছে জেলা পরিষদের আপত্তিকর এই সিদ্ধান্তের।
শহীদ মিনারের জায়গায় মার্কেট নির্মাণের প্রচেষ্টার ঘটনায় সোমবার (২৯ মে) নিন্দা জানিয়েছেন দেশের ১৯ বিশিষ্ট নাগরিক। নানা আলোচনা-সমালোচনার পর এ নিয়ে মুখ খুলেছেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।
মঙ্গলবার (৩০ মে) বিকেলে জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা কবীর তুহিন পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল দাবি করেন, সম্প্রতি রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারের জায়গায় মার্কেট নির্মাণ করা হচ্ছে বলে একটি বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর ঘটনা রাজশাহী জেলা পরিষদের দৃষ্টিগোচর হয়েছে। এই অপপ্রচারের শিকার হয়ে অনেকে বিভিন্ন কর্মসূচি পালন ও বিবৃতিও প্রদান করেছেন।
রাজশাহীবাসীকে আশ্বস্ত করে মীর ইকবাল বলেন, জেলা পরিষদের মালিকানাধীন নির্ধারিত কেন্দ্রীয় শহীদ মিনারের জায়গায় কোনোভাবেই মার্কেট নির্মাণের কোনো সিদ্ধান্ত জেলা পরিষদ গ্রহণ করেনি। বরং গত ১২ ডিসেম্বর রাজশাহী জেলা পরিষদের মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এই স্থানে কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় গত ৩০ এপ্রিল সভায় বিশদ কর্মপরিকল্পনা অনুমোদিত হয় এবং এর আলোকে জেলা পরিষদ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।
নিজেকে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী সক্রিয় মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তান উল্লেখ করে তিনি আরও বলেন, জেলা পরিষদের জমিতে কেন্দ্রীয় শহীদ মিনারই নির্মিত হবে। ওই স্থানে বাণিজ্যিক কোনো ভবন বা স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত পরিষদের নেই এবং এই সিদ্ধান্তের কোনো ব্যতয় ঘটবে না। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্যও অনুরোধ করেন তিনি।
এর আগে, রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারের জায়গায় রাজশাহী জেলা পরিষদ কর্তৃক মার্কেট নির্মাণের প্রচেষ্টার অভিযোগ এনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের রাজশাহী জেলা কমান্ড, মহানগর কমান্ড, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও সম্মিলিত সাংস্কৃতিক জোট বিক্ষোভ, সমাবেশ ও মানববন্ধন করে।
সর্বশেষ রাজশাহীর কেন্দ্রীয় শহীদ মিনারের জায়গায় রাজশাহী জেলা পরিষদ কর্তৃক মার্কেট নির্মাণের প্রচেষ্টার ঘটনায় দেশের ১৯ বিশিষ্ট নাগরিক এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানান।