রাশিয়ার শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনে কর্মরত জার্মানির শতাধিক কর্মীকে বহিষ্কার করছে মস্কো। তারা আগামী মাসেই রাশিয়া ত্যাগ করবেন। জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির। বার্লিন জানিয়েছে, জুন থেকে জার্মান কর্মী কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ক্রেমলিন। মস্কোয় জার্মানির বিদ্যালয়ের শিক্ষক এবং সাংস্কৃতিক গোথে ইনস্টিটিউটের কর্মীরা তাতে অন্তর্ভূক্ত। কূটনীতিকদের বহিষ্কার এবং দেশ দুটির মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা সম্পর্কের মধ্যেই এই পদক্ষেপ নিয়েছে রাশিয়া। এর আগে, গত মাসে দুই দেশের দূতাবাসের ৪০ জন কর্মীকে অপ্রত্যাশিত কূটনীতিক হিসেবে ঘোষণা দিয়ে বহিষ্কার করে মস্কো ও বার্লিন।